
দেশের অন্যতম প্রাচীন ও স্বায়ত্তশাসিত কৃষিভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) পিএইচডি ছাড়া ১৪৪ জন শিক্ষক অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। এর মধ্যে অধ্যাপক ১৫ জন, সহযোগী অধ্যাপক ২২ জন এবং ১০৭ জন সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন।
তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কর্মরত শিক্ষক সংখ্যা ৩৫৮ জন। এর মধ্যে পিএইচডি ডিগ্রিধারী ১৬৯ জন এবং পিএইচডি ছাড়াই কর্মরত আছেন ১৮৯ জন শিক্ষক—অর্থাৎ মোট শিক্ষকের প্রায় ৫৩ শতাংশের পিএইচডি ডিগ্রি নেই।
বিশ্ববিদ্যালয়ের তথ্য নির্দেশিকা বিশ্লেষণে জানা যায়, কৃষি অনুষদে মোট শিক্ষক ২০৪ জন। এর মধ্যে পিএইচডি ডিগ্রি ছাড়াই অধ্যাপক হয়েছেন ৯ জন, সহযোগী অধ্যাপক ১৪ জন এবং সহকারী অধ্যাপক ৫৫ জন। এ ছাড়া এই অনুষদের ৮ জন প্রভাষকের কারোরই পিএইচডি নেই।
এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ১২ জন অধ্যাপকের সবারই পিএইচডি ডিগ্রি রয়েছে। তবে পিএইচডি ছাড়া সহযোগী অধ্যাপক ১ জন এবং সহকারী অধ্যাপক ১৮ জন। এছাড়া অনুষদের ২১ জন প্রভাষকের কারোরই পিএইচডি ডিগ্রি নেই।
ফিশারিজ অনুষদে ৩ জন অধ্যাপকের সবারই পিএইচডি ডিগ্রি রয়েছে। তবে পিএইচডি ছাড়া সহকারী অধ্যাপক হয়েছেন ১৪ জন। পাশাপাশি ৯ জন প্রভাষকের কেউই পিএইচডিধারী নন।
কৃষি অর্থনীতি অনুষদে পিএইচডি ছাড়াই অধ্যাপক হয়েছেন ৫ জন। এছাড়াও পিএইচডি ছাড়া সহযোগী অধ্যাপক ৫ জন এবং সহকারী অধ্যাপক ১৭ জন। এখানে ৮ জন প্রভাষকের কারোরই পিএইচডি নেই।
ভাষা বিভাগে কর্মরত ৫ জন শিক্ষকের কেউই পিএইচডিধারী নন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, নতুন নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা (ভাইভা), ডেমো ক্লাস এবং একাডেমিক এক্সিলেন্সি মূল্যায়নের ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে। পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, পিএইচডি থাকলে অবশ্যই তারা নিয়োগে অগ্রাধিকার পাবেন।
পদোন্নতি প্রসঙ্গে তিনি আরও জানান, প্রভাষক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির জন্য অন্তত দুইটি ইনডেক্স জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশ এবং ন্যূনতম তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। আর অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে পিএইচডিসহ ফার্স্ট অথর হিসেবে গবেষণা প্রকাশনা বাধ্যতামূলক।
ইনডেক্স জার্নালে গবেষণা প্রকাশ ছাড়া কাউকে পদোন্নতি দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, “আমরা শিক্ষকদের নিয়মিতভাবে জ্ঞান ও গবেষণায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।”