রাবি প্রেসক্লাবের চার দশক পূর্তি কাল: থাকবেন মাহমুদুর রহমান - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
কুবিতে ফুটবল খেলায় মারামারির ঘটনায় একজন অ্যাকাডেমিক ও চারজন হল থেকে বহিষ্কার রাবি প্রেসক্লাবের চার দশক পূর্তি কাল: থাকবেন মাহমুদুর রহমান স্টেডিয়ামের নামেই মেসি—বার্সার ঐতিহাসিক উদ্যোগ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা ইউনূস হাসিনার ফাঁসির রায়ে শেকৃবিতে মিষ্টিমুখ ও আনন্দ মিছিল নষ্ট মোবাইল দান কর্মসূচিতে বেকার যুবকদের দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগ সৌদি আরব বলেছে, “স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র” ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের মিছিল হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে প্রতিক্রিয়া: ন্যায়বিচার নিশ্চিত হয়েছে দাবি হেফাজতে ইসলামের কুবিতে আইইএলটিএস প্রস্তুতি বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

রাবি প্রেসক্লাবের চার দশক পূর্তি কাল: থাকবেন মাহমুদুর রহমান

রাবি প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১২ বার দেখা হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের চার দশক পূর্তি অনুষ্ঠান আগামীকাল বৃহস্পতিবার নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিনব্যাপী কর্মসূচিতে থাকছে কেক কাটা, র‍্যালি, আলোচনা সভা, সৃতিচারণ, বর্ষসেরা পুরস্কার প্রদান, বৃক্ষরোপণ, খেলাধুলা, সাংস্কৃতিক সন্ধ্যা ও সাবেক–বর্তমান সদস্যদের মিলনমেলা।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মজলুম সাংবাদিক ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, বিশেষ অতিথি হিসেবে দুই উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাঈন উদ্দীন ও অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান ও প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ড. মো. ফজলুল হক উপস্থিত থাকবেন।
আয়োজনের প্রস্তুতি সম্পর্কে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হোসেন মিশন বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা যেসব আয়োজন করেছি, সেগুলো প্রেসক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্যকে তুলে ধরবে। সাবেক ও বর্তমান সদস্যদের মিলনমেলা আমাদের সংগঠনের শক্তিকে আরও বাড়াবে। প্রধান অতিথির উপস্থিতি অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করবে বলে আমরা আশাবাদী।”
প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিন বলেন, “আগামীকাল আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন বর্ণিল আয়োজনে উদযাপন করা হবে। কেক কাটা, র‍্যালি, পুরস্কার প্রদান থেকে শুরু করে বৃক্ষরোপণ ও মিলনমেলা—সব আয়োজনই আমাদের ঐক্যকে আরও সুদৃঢ় করবে। নতুন প্রতিশ্রুতি নিয়ে আমরা দিনটি উদযাপনের অপেক্ষায় আছি। সবার সহযোগিতায় আমরা একটা সুন্দর দিন উপভোগ করবো বলে আশা করছি।
দিনব্যাপী কর্মসূচিতে প্রেসক্লাবের বর্তমান সদস্যদের পাশাপাশি সাবেক সদস্য, শিক্ষক এবং সাংবাদিকরা অংশ নেবেন। অনুষ্ঠান সফল করতে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT