রাবি প্রেসক্লাবের চার দশক পূর্তি কাল: থাকবেন মাহমুদুর রহমান - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসী তাণ্ডব, র‍্যাবের ডিএডি নিহত তারেক রহমান: জুলাই গণ অভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য নতুন বিভাগ হবে ২০২৬ হজের জন্য হজযাত্রীদের টিকাদান কার্যক্রম শুরু আলিফ হত্যা মামলা- চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল: উচ্চপর্যায় বৈঠকে অগ্রগতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চাইছে আইসিসি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সাত ভারতীয় সেনা আহত

রাবি প্রেসক্লাবের চার দশক পূর্তি কাল: থাকবেন মাহমুদুর রহমান

রাবি প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের চার দশক পূর্তি অনুষ্ঠান আগামীকাল বৃহস্পতিবার নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিনব্যাপী কর্মসূচিতে থাকছে কেক কাটা, র‍্যালি, আলোচনা সভা, সৃতিচারণ, বর্ষসেরা পুরস্কার প্রদান, বৃক্ষরোপণ, খেলাধুলা, সাংস্কৃতিক সন্ধ্যা ও সাবেক–বর্তমান সদস্যদের মিলনমেলা।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মজলুম সাংবাদিক ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, বিশেষ অতিথি হিসেবে দুই উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাঈন উদ্দীন ও অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান ও প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ড. মো. ফজলুল হক উপস্থিত থাকবেন।
আয়োজনের প্রস্তুতি সম্পর্কে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হোসেন মিশন বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা যেসব আয়োজন করেছি, সেগুলো প্রেসক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্যকে তুলে ধরবে। সাবেক ও বর্তমান সদস্যদের মিলনমেলা আমাদের সংগঠনের শক্তিকে আরও বাড়াবে। প্রধান অতিথির উপস্থিতি অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করবে বলে আমরা আশাবাদী।”
প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিন বলেন, “আগামীকাল আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন বর্ণিল আয়োজনে উদযাপন করা হবে। কেক কাটা, র‍্যালি, পুরস্কার প্রদান থেকে শুরু করে বৃক্ষরোপণ ও মিলনমেলা—সব আয়োজনই আমাদের ঐক্যকে আরও সুদৃঢ় করবে। নতুন প্রতিশ্রুতি নিয়ে আমরা দিনটি উদযাপনের অপেক্ষায় আছি। সবার সহযোগিতায় আমরা একটা সুন্দর দিন উপভোগ করবো বলে আশা করছি।
দিনব্যাপী কর্মসূচিতে প্রেসক্লাবের বর্তমান সদস্যদের পাশাপাশি সাবেক সদস্য, শিক্ষক এবং সাংবাদিকরা অংশ নেবেন। অনুষ্ঠান সফল করতে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT