রাজবাড়ীর বালিয়াকান্দিতে নানা বাড়ি বেড়াতে আসা ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত ১টার দিকে বালিয়াকান্দি থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী শিশুর নানী। মামলা দায়েরের পরপরই আসামি জহুর মোল্লাকে (৬০) গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
জহুর মোল্লা বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে।
মামলার বাদী জানান, তার নাতনি যশোরে একটি মহিলা মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ে, সে পরিবারের সঙ্গে যশোরেই থাকে। সেখান থেকে গত ২৭ ফেব্রুয়ারি জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামে নানা বাড়ি বেড়াতে আসে।
তিনি আরও জানান, গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তার নাতনি বাড়ির পাশে খেলতে যায়। সেখান থেকে প্রতিবেশী জহুর মোল্লা তার নাতনিকে জোর করে কাঁধে করে পাশের একটি মাঠের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
বালিয়াকান্দি থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, মামলা দায়েরের পরপরই রাতেই আসামি জহুর মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, এলাকাবাসী ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং দ্রুত বিচার কার্যক্রম শুরু করার দাবি জানিয়ে প্রতিবাদ করেছে। শিশুটির পরিবারও অপরাধীকে কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।
স্থানীয়রা জানান, জহুর মোল্লা একজন পরিচিত ব্যক্তি হলেও তার এমন নৃশংস আচরণ সবার কাছে অবিশ্বাস্য। শিশুটির শারীরিক ও মানসিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, এবং পরিবারের পক্ষ থেকে তাকে সব ধরনের সাহায্য দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
এছাড়া, মানবাধিকার সংগঠনগুলোও দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে শিশুটির সুরক্ষা নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন:
দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd