৩০টি মিটারগেজ লোকোমোটিভ কেনার খসড়া যাচাইয়ে রেলপথ মন্ত্রণালয়ের কমিটি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ, পরশু ভোটগ্রহণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম–সাইদুল সড়ক সংস্কার ও রেলপথ চালুর দাবিতে উপাচার্য বরাবর ইবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান গাছের সুরক্ষায় গ্রীন ভয়েস সদস্যদের হাতে পাঁচ প্রকার সামগ্রী প্রদান করলেন অধ্যক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি আবেদন শুরু ২৯ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল সেবার সময় রাত ৮টা পর্যন্ত বাড়ানো হলো রাবিতে নবীনবরণ: শিক্ষার্থীদের সম্ভাবনা বাস্তবায়নে যুক্তি ও শৃঙ্খলার আহ্বান উপাচার্যের জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী

৩০টি মিটারগেজ লোকোমোটিভ কেনার খসড়া যাচাইয়ে রেলপথ মন্ত্রণালয়ের কমিটি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে

১১ আগষ্ট ২০২৫

বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ লোকোমোটিভ কেনার প্রস্তাবিত খসড়া স্পেসিফিকেশন পরীক্ষা-নিরীক্ষার জন্য রেলপথ মন্ত্রণালয় একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছে। রোববার (১০ আগস্ট) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর’ প্রকল্পের আওতায় লোকোমোটিভ কেনার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে রেলওয়ে একটি খসড়া স্পেসিফিকেশন তৈরি করেছে। সম্প্রতি এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক আলোচনার বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. শেখ মইনউদ্দিনকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক)।

এছাড়া সদস্য হিসেবে থাকবেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের মহাপরিচালক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের একজন অধ্যাপক। প্রয়োজনে অতিরিক্ত সদস্যও অন্তর্ভুক্ত করা যাবে।

খসড়া স্পেসিফিকেশন যাচাইয়ে লোকোমোটিভের কর্মক্ষমতা, আধুনিক প্রযুক্তি, জ্বালানি সাশ্রয়, খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতা, আন্তর্জাতিক মানদণ্ড ও দেশের পরিবেশের উপযোগিতা বিবেচনা করা হবে। কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT