প্রেমের টানে পাকিস্তানি ব্লগার বাংলাদেশে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে যেভাবে “জঙ্গি” সাজিয়েছিলো বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রভোস্ট প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পালিত হবে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ নেতানিয়াহু আকাশপথে মাদক পাচারের চেষ্টা, জর্ডানে ৩১০টি ড্রোন জব্দ প্রেমের টানে পাকিস্তানি ব্লগার বাংলাদেশে বিইউপিতে শ্রদ্ধাভরে পালিত হলো ‘জুলাই স্মরণ অনুষ্ঠান ২০২৫’ শেরপুর জেলা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা সেমিনারের সূচনা গাজা লড়াইয়ের মাঝে নিজেদের সেনা আত্মহত্যায় উদ্বিগ্ন ইজরায়েল মাত্র ৯ বছর বয়সেই হাতে কোরআন লেখার বিরল কৃতিত্ব অর্জন শিশু মাদলাজের

প্রেমের টানে পাকিস্তানি ব্লগার বাংলাদেশে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৩ বার দেখা হয়েছে

প্রেমের টানে পাকিস্তান থেকে বাংলাদেশে এসে স্থায়ী হয়েছেন এক ব্লগার। ফেসবুকের মাধ্যমে পরিচয়, সেখান থেকে বন্ধুত্ব এবং শেষমেশ ভালোবাসা—সবকিছুর পরিণতি হিসেবে ২০২৪ সালে বিয়ে করেছেন তিনি এক বাংলাদেশি তরুণীকে।

রোববার (২০ জুলাই) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ দেখতে এসে এই ভালোবাসার গল্প শোনান তিনি নিজেই।

পাকিস্তানের মুলতান শহরের বাসিন্দা ওই ব্লগার জানান, প্রথমবার তিনি বাংলাদেশে আসেন ২০২২ সালে। এরপর নিয়মিত যোগাযোগ ও সম্পর্ক গভীর হওয়ার পর ২০২৪ সালে বাংলাদেশে এসে ভালোবাসার মানুষকে বিয়ে করেন। তারপর থেকেই বাংলাদেশেই বসবাস করছেন তিনি।

খেলার প্রতি নিজের আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশে এই প্রথমবার স্টেডিয়ামে খেলা দেখতে এসেছি। দারুণ লাগছে। আমি খুবই উত্তেজিত।”

বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি বলেন, “বাংলাদেশকে আমি খুব ভালোবাসি। এখন অনেক ভালো বাংলা বলতে পারি, দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। বাংলায় কথা বলতেও কোনো সমস্যা হয় না। এখানকার সংস্কৃতি, পরিবেশ—সবকিছুই আমার ভালো লাগে। পাকিস্তানে ফিরে যেতে আর মন চায় না, আমি এখন বাংলাদেশেই থাকতে চাই।”

বাংলাদেশি সেই তরুণী জানান, একসময় পাকিস্তানি ব্লগারের একটি ভিডিওতে মন্তব্য করার মাধ্যমে তাদের পরিচয় হয়। সেখান থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে হৃদ্যতা, এবং অবশেষে তা পরিণতি পায় বিবাহে।

এই দম্পতির গল্প প্রমাণ করে—ভৌগোলিক সীমারেখা ভালোবাসাকে থামাতে পারে না।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT