রোববার (২০ জুলাই) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ দেখতে এসে এই ভালোবাসার গল্প শোনান তিনি নিজেই।
পাকিস্তানের মুলতান শহরের বাসিন্দা ওই ব্লগার জানান, প্রথমবার তিনি বাংলাদেশে আসেন ২০২২ সালে। এরপর নিয়মিত যোগাযোগ ও সম্পর্ক গভীর হওয়ার পর ২০২৪ সালে বাংলাদেশে এসে ভালোবাসার মানুষকে বিয়ে করেন। তারপর থেকেই বাংলাদেশেই বসবাস করছেন তিনি।
খেলার প্রতি নিজের আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশে এই প্রথমবার স্টেডিয়ামে খেলা দেখতে এসেছি। দারুণ লাগছে। আমি খুবই উত্তেজিত।”
বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি বলেন, “বাংলাদেশকে আমি খুব ভালোবাসি। এখন অনেক ভালো বাংলা বলতে পারি, দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। বাংলায় কথা বলতেও কোনো সমস্যা হয় না। এখানকার সংস্কৃতি, পরিবেশ—সবকিছুই আমার ভালো লাগে। পাকিস্তানে ফিরে যেতে আর মন চায় না, আমি এখন বাংলাদেশেই থাকতে চাই।”
বাংলাদেশি সেই তরুণী জানান, একসময় পাকিস্তানি ব্লগারের একটি ভিডিওতে মন্তব্য করার মাধ্যমে তাদের পরিচয় হয়। সেখান থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে হৃদ্যতা, এবং অবশেষে তা পরিণতি পায় বিবাহে।
এই দম্পতির গল্প প্রমাণ করে—ভৌগোলিক সীমারেখা ভালোবাসাকে থামাতে পারে না।