ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় গভীর উদ্বেগ জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থাটি বলছে, এই হামলা শুধু ইরানের সার্বভৌমত্বেরই লঙ্ঘন নয়, বরং পুরো অঞ্চলজুড়ে নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি।
ওআইসি এক বিবৃতিতে জানিয়েছে, এই ধরনের হামলা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে পারে, যা কারও জন্যই মঙ্গলজনক নয়। তারা ১৩ জুন ২০২৫-এর আগের একটি বিবৃতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছে, তখনও সংস্থাটি ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের প্রতিবাদ করেছিল।
ওআইসি সব পক্ষকে সংযম দেখাতে, সংঘাতের পথ ছেড়ে আলোচনায় ফিরতে এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে।