জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী নুসরাত জাহান লোপা আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশবিজ্ঞান প্রতিযোগিতা (IAAC) ২০২৫-এ সোনালী পদক ও জাতীয় পুরস্কার অর্জন করেছেন। এটি জাবির জন্য প্রথমবারের মতো এই আন্তর্জাতিক সম্মান।
তৃতীয় বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের (৫১তম ব্যাচ) শিক্ষার্থী নুসরাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাস্ট্রোনমি ক্লাবের রিসার্চ ও প্রজেক্ট টিমের সিনিয়র এক্সিকিউটিভ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। গত বছর একই প্রতিযোগিতায় তিনি ব্রোঞ্জ পদক জয় করেছিলেন।
এই বছরের IAAC-এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কৃতিত্বও চোখে পড়ার মতো। নুসরাতের সোনালী পদকের পাশাপাশি সাতজন শিক্ষার্থী রৌপ্য ও ২৪ জন ব্রোঞ্জ পদক অর্জন করেছেন।
পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাসেল হোসেন ‘সেরা ফাইনালিস্ট সুপারভিশন অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন, আর এমএ সাইফ (৫০তম ব্যাচ) ‘অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড’ পান।
পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। তাদের এই সাফল্য অন্যদের অনুপ্রাণিত করবে এবং আমরা এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে চাই।”
নুসরাত তার যাত্রা শেয়ার করে বলেন, “আমি ২০২৪ সালে প্রথমবার IAAC-এ অংশগ্রহণ করি এবং ব্রোঞ্জ পদক জয় করি। এটি আমার জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা ছিল, কিন্তু আমাদের সিনিয়রদের নির্দেশনা ও সমর্থন আমাকে আত্মবিশ্বাসী করেছে।”
তিনি আরও বলেন, “এইবার আমি নিজেকে আরও কঠোরভাবে প্রস্তুত করেছিলাম, দৃঢ় সংকল্প জাগিয়েছিলাম এবং ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম। এভাবেই আমি ২০২৫ সালে আমার বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের জন্য জাতীয় সোনালী পদক অর্জন করেছি।”
নুসরাত কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সাফল্য আমাদের সবার। বিশেষভাবে আমি পদার্থবিজ্ঞান বিভাগের অব্যাহত উৎসাহ ও অর্থায়নের জন্য কৃতজ্ঞ।”
উল্লেখযোগ্য, IAAC একটি আন্তর্জাতিক অনলাইন ভিত্তিক প্রতিযোগিতা যা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশবিজ্ঞানের প্রতি আগ্রহ উদ্দীপিত করে এবং বিশ্বব্যাপী প্রতিভা বিকাশে সহায়তা করে।