জাতীয় বিশ্ববিদ্যালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদসমূহে নিয়োগের লক্ষ্যে অনলাইনে আবেদন করতে আহ্বান জানানো হয়েছে।
প্রভাষক (সমাজবিজ্ঞান) পদের সংখ্যা: ১ বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/- (৯ম গ্রেড) বয়স: সর্বোচ্চ ৩৫ বছর |
এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় প্রথম বিভাগ অথবা জিপিএ ৫.০০ স্কেলের মধ্যে ন্যুনতম ৪.২৫ (মানবিক/ ব্যবসায় প্রশাসন বিভাগ) অথবা ন্যুনতম ৪.৫ (বিজ্ঞান বিভাগ)। সংশ্লিষ্ট বিভাগে চার বছর মেয়াদি অনার্স ও মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। বিজ্ঞান/বিজনেস স্টাডিজ/আইন অনুষদভুক্ত বিভাগের ক্ষেত্রে অনার্স ও মাস্টার্সের সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যুনতম ৩.৫০ থাকতে হবে; কলা, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের ক্ষেত্রে সিজিপিএ ন্যুনতম ৩.২৫ থাকতে হবে।
|
সেকশন অফিসার পদের সংখ্যা: ৩ বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/- (৯ম গ্রেড) বয়স: সর্বোচ্চ ৩২ বছর |
ন্যুনতম মাস্টার্স ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণি/সমমানের জিপিএ থাকা যাবে না। তথ্য প্রযুক্তি বিষয়ে দক্ষতা আবশ্যক। |
ইমাম পদের সংখ্যা: ১ বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/- (৯ম গ্রেড) বয়স: ৩৫-৪৫ বছর |
অনুমোদিত আলিয়া মাদ্রাসা থেকে ১ম শ্রেণির কামিল/আরবি/ইসলামি শিক্ষায় মাস্টার্স ডিগ্রি। |
এছাড়া সাব-টেকনিক্যাল অফিসার (১০ম গ্রেড, পদ ২), মোয়াজ্জিন (১৩তম গ্রেড, পদ ১), মালী (১৬তম গ্রেড, পদ ১) এবং কুক/বাবুর্চী (গ্রেড ১৮, পদ ১) নিয়োগ দেয়া হবে।
বিস্তারিত সংযুক্ত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
১. উক্ত পদে আবেদনের নিমিত্তে Online Application Form ও নিয়োগ বিজ্ঞপ্তি ০৬/০৩/২০২৫ তারিখ হইতে অত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট jobs.nu.ac.bd এ পাওয়া যাইবে। আগ্রহী প্রার্থীদের আগামী ০৮/০৪/২০২৫ তারিখ বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে উক্ত jobs.nu.ac.bd এ Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করিতে হইবে।
২. চাকুরীরত প্রার্থীদেরকে তাদের স্ব-স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করিতে হইবে। প্রার্থীদেরকে সকল পরীক্ষা পাশের সনদপত্র, নম্বরপত্র, অভিজ্ঞতা সনদপত্র, জাতীয় পরিচয় পত্র, জাতীয়তা সনদপত্র, চাকুরিরত হইলে কর্তৃপক্ষের অনুমতি পত্র-এর কপি, বিদেশী বিশ্ববিদ্যালয় হইতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে সমতা নিরূপণ সনদপত্র এবং প্রকাশনার (যদি থাকে) সমর্থনে সত্যায়িত প্রমাণক-এর কপি User ID ও Password দিয়ে Login করে Online Application Form-এর নির্ধারিত অংশে Upload করিতে হইবে।
৩. Online Application Form-এর প্রিন্ট কপিসহ সকল ডকুমেন্টস্-এর সত্যায়িত কপি ০৯ (নয়) সেট ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে/হাতে হাতে ০৮/০৪/২০২৫ তারিখ পর্যন্ত অফিস সময়ের মধ্যে রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ ঠিকানায় পৌঁছাইতে হইবে। অন্যথায় আবেদন বাতিল বলিয়া গণ্য হইবে।
৪. আবেদন করার শেষ তারিখে প্রার্থীদের বয়সসীমা নির্ধারিত হবে।
৫. রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে সোনালী ব্যাংকের যে কোন শাখায় উক্ত পদের জন্য ২০০/- (দুইশত) টাকা পে-স্লিপ-এর মাধ্যমে জমা দিতে হইবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট jobs.nu.ac.bd এ Online Application Form যথাযথভাবে পূরণপূর্বক Submit করার পর User ID ও Password দিয়ে Login করে Pay-slip ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখার মাধ্যমে নির্ধারিত সময়সীমার মধ্যে জমা দিতে হইবে অথবা সোনালী ব্যাংকের Online Payment Gateway ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে নির্ধারিত আবেদন ফি জমা দিতে হইবে।
Online Application Form পূরণের নির্ধারিত তারিখ ও সময়ের পরে টাকা জমা দিলে সে দায়-দায়িত্ব ব্যাংক অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করিবে না।
৬. প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত সকল পরীক্ষা/নির্বাচনী বোর্ড-এর তারিখ ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে পত্র মারফত/SMS-এর মাধ্যমে/বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট-এর মাধ্যমে জানানো হইবে। এ সকল পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হইবে না।
৭. সাক্ষাৎকারের সময় সকল মূল সনদ ও সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র সঙ্গে আনিতে হইবে।
৮. নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হইবে।
৯. অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও ভুল তথ্য সম্বলিত আবেদন বাতিল বলিয়া গণ্য হইবে।
১০. কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করিবে।
আবেদন করতে ভিজিট করুন এখানে
আবেদনের শেষ তারিখ: ৮ এপ্রিল ২০২৫ (বিকাল ৪টা)