
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকার বিভিন্ন আসনে মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। তবে নির্বাচন কমিশনের (ইসি) ভেতরের আলোচনা অনুযায়ী, প্রয়োজনে এ সময়সীমা আরও দুই দিন বাড়ানো হতে পারে।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এখন পর্যন্ত ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন— ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন, ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ, ঢাকা-১০ আসনে রবিউল ইসলাম, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলি ও ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান, ঢাকা-১৬ আসনে আমিনুল হকসহ আরও কয়েকজন।
এদিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট সূত্র জানিয়েছে, আজ দুপুরের মধ্যে বিএনপি ও জামায়াত মনোনীত আরও কয়েকজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিতে পারেন।
এর আগে গতকাল রোববার সারাদিন দেশের বিভিন্ন জেলা ও মহানগরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেন। ইসি জানিয়েছে, সারাদেশে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জেলা পর্যায়েও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন বলে জানিয়েছে কমিশন।
ইসি কর্মকর্তারা আরও জানান, ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ২০ জানুয়ারি। ওই দিন শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
মনোনয়ন দাখিলের শেষ মুহূর্তে রাজনৈতিক দলগুলোর চাপ ও প্রশাসনিক বাস্তবতার কারণে সময়সীমা বাড়ানোর বিষয়টি বিবেচনায় রেখেছে নির্বাচন কমিশন।