কোটায় ভর্তি প্রসঙ্গে নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক শর্ত আরোপ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লিখছে এআই, ঘুমাচ্ছে মস্তিষ্ক নবীজিকে কটূক্তির অভিযোগে বাবা-ছেলে আটক, উত্তপ্ত লালমনিরহাট সৌন্দর্যবর্ধন প্রকল্পের পর্যালোচনায় ১৪ সদস্যের কমিটি গঠন নজরুল বিশ্ববিদ্যালয়ে যুদ্ধের বাজি খেলায় ট্রাম্প: বিজয় না বিপর্যয়? অ্যাকাডেমিক ও প্রশাসনিক সংস্কারসহ ১২৫ দফা রাবি ছাত্রশিবিরের ইরানে হামলায় যুক্তরাষ্ট্রে তীব্র প্রতিক্রিয়ার মুখে ট্রাম্প ভারতে নারীদের একাকী ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র আকাশপথে আঘাত, পাতালে প্রতিরোধ: ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের এক বিপজ্জনক সন্ধিক্ষণ মার্কিন হামলার পরও তেজস্ক্রিয়তা বাড়েনি: জাতিসংঘ পরমাণু সংস্থা (IAEA) ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে রাবির বড় অগ্রগতি

কোটায় ভর্তি প্রসঙ্গে নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক শর্ত আরোপ

মাহমুদা নাঈমা, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৬৮ বার দেখা হয়েছে

প্রকাশিত হলো ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আসন সংখ্যা ও বিভাগভিত্তিক শর্ত। বিভিন্ন কোটা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্দিষ্ট কিছু শর্ত আরোপ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির তথ্যানুসারে,কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) ও এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ESE) বিভাগে ভর্তির জন্য HSC-তে গণিত বিষয় থাকতে হবে এবং গুচ্ছ ভর্তি পরীক্ষায় পদার্থ ও গণিতে আলাদা আলাদাভাবে নির্দিষ্ট নম্বর (সাধারণত ৭, কোটায় ৫) পেতে হবে। ESE বিভাগে কোটাধারীদের পদার্থ, রসায়ন ও গণিত তিনটিতেই উত্তর দিতে হবে।

আরও জানা যায়,গুচ্ছ পরীক্ষায় বাংলা বিভাগে ভর্তির জন্য বাংলা বিষয়ে অংশগ্রহণ ও নির্ধারিত নম্বরের ৫০ শতাংশ পেতে হবে। ইংরেজি বিভাগে ভর্তির জন্য SSC ও HSC উভয় পরীক্ষায় ইংরেজিতে ‘A’ গ্রেড থাকতে হবে।একইসাথে গুচ্ছে কোটাধারীদের জন্য ইংরেজি অংশে ৪০ শতাংশ নম্বর অর্জন বাধ্যতামূলক।পরিসংখ্যান বিভাগে ভর্তি হতে হলে গণিতে অন্তত ২০ শতাংশ অর্থাৎ ৫ নম্বর অর্জন বাধ্যতামূলক।এটা কোটার ক্ষেত্রেও প্রযোজ্য।

গুচ্ছ B ইউনিটের আইন ও বিচার বিভাগে শিক্ষার্থীদের ইংরেজিতে অন্তত ১৫ এবং C ইউনিটের শিক্ষার্থীদের অন্তত ৭ নম্বর পেতে হবে। নৃবিজ্ঞান ও পপুলেশন সায়েন্স বিভাগে ভর্তির জন্য বাংলায় ও ইংরেজিতে ৪০ শতাংশ নম্বর পেতে হবে। এক্ষেত্রে A ইউনিট ও কোটাধারীদের জন্য এসব বিভাগীয় শর্ত প্রযোজ্য নয়।লোক প্রশাসন বিভাগে ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম ৫০ এবং কোটায় ৪০ নম্বর পেতে হবে। বাংলায় ও ইংরেজিতে ৩৫ শতাংশ নম্বর পেতে হবে দর্শন, সমাজবিজ্ঞান ও ইতিহাস বিভাগে।তবে A ইউনিট ও কোটায় এই শর্ত প্রযোজ্য নয়।

আবার,সঙ্গীত, চারুকলা এবং থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে ভর্তির জন্য ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। মোট নির্ধারিত নম্বর তথা ১০০ নম্বরের মধ্যে সাধারণ শিক্ষার্থীদের ন্যূনতম ৫০ এবং কোটাধারীদের জন্য ৪০ নম্বর পেতে হবে।জানা গেছে,
ফিন্যান্স, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান,মানবসম্পদ ব্যবস্থাপনা ও মার্কেটিং বিভাগে ভর্তির জন্য গুচ্ছে কোনও বিষয়ে ঋণাত্মক নম্বর (নেগেটিভ মার্ক) পেলে সেই শিক্ষার্থী ভর্তির জন্য বিবেচিত হবেন না। তবে এ ক্ষেত্রে আলাদা কোনও শর্ত নেই। কোটার জন্য।

কোটায় ভর্তি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য, “কোটাভুক্ত শিক্ষার্থীদের ন্যূনতম যোগ্যতা অর্জনের মাধ্যমে ভর্তির সুযোগ দেওয়া হবে। কোনো শর্ত এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।”বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, উল্লিখিত কোটার মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধা কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, পোষ্য, হরিজন ও দলিত গোষ্ঠী এবং খেলোয়াড় কোটা। এসব কোটায় ভর্তির ক্ষেত্রে নির্দিষ্ট বিষয়ে অংশগ্রহণ করতে হবে।পাশাপাশি রয়েছে সর্বনিম্ন নম্বর পাওয়ার বাধ্যবাধকতা।

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ২০০৬ সালে ময়মনসিংহে প্রতিষ্ঠা লাভ করা গুচ্ছভুক্ত একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। জানা যায়, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT