নোটিশ:

অবশেষে ‘তৌহিদী জনতা’র কাছে ক্ষমা চাইলেন উপদেষ্টা মাহফুজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৬ বার দেখা হয়েছে
ক্ষমা চাইলেন উপদেষ্টা মাহফুজ,মাহফুজ আলম দুঃখপ্রকাশ
মাহফুজ আব্দুল্লাহ ও তার ফেসবুক পোস্ট

অবশেষে  নিজের ভুল বুঝতে পেরে দেশের বৃহত্তর মুসলিম জনতার কাছে দুঃখপ্রকাশ করলেন ‘জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড’ খ্যাত  অন্তর্বতী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ওরফে মাহফুজ আব্দুল্লাহ। আজ বুধবার নিজের ফেসবুকের ভেরিফাইড পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এভাবে দুঃখপ্রকাশ করেন। একইসাথে তিনি নিজেকে জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড মনে করেন না সেই আভাসও দিলেন। দৈনিক সাবাস বাংলাদেশের পাঠকদের জন্য নিচে তার ফেসবুক পোস্টের পুরোটা হুবহু তুলে ধরা হলো,

“জনগণ ও মধ্যবর্তী অবস্থানের সপক্ষে

১. এ অভ্যুত্থান সবার। সেজন্যই মাস্টারমাইন্ড নামক মিডিয়ার তৈরি হাইপকে আমি শুরুতেই প্রত্যাখ্যান করেছি। আমরা সিদ্ধান্ত যারা নিতাম, তারা প্রায় সকল সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক স্টেকহোল্ডারদের সাথে কথা বলেছি। একটা সিদ্ধান্ত ফাইনালাইজ করতে অন্তত ৫/৬ টা গ্রুপের মতামত শুনে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হইসে। ফলে, এটা আসলে আমাদের সিদ্ধান্ত নেয়া বডির সামষ্টিক কৌশলগত সক্ষমতা যেমন, তেমনি অনেকগুলো গ্রুপ অব পিপলের অংশগ্রহণ ও পরামর্শের ও ফসল। কেউই অনুল্লেখযোগ্য নন। আর, জনগণ তো ১৯-৩৩ জুলাই কারো সিদ্ধান্তের জন্য বসে থাকেনি। তবে, তারা অবশ্যই পাবিলিক- প্রাইভেট থেকে শুরু করে মাদ্রাসা- স্কুল- কলেজের ছাত্রদেরকেই লেজিটিমেট নেতৃত্ব হিসাবে মানতেন।
২. আমাদের মধ্যবর্তী অবস্থান ধরে রাখতে হবে । সবাইকে নিয়ে এগুতে হবে কিন্তু, Saboteur দের বাদ দিয়ে। Sabotage বা পেছন থেকে ছুরি মারা, অনার কোড না মানার অভ্যাস – এসব যেকোন বন্দোবস্তের জন্য হুমকিস্বরূপ। রাজনীতি মানে Gentlemen’s Agreement ও থাকবে না এটা যারা ভাবেন, তারা নিজেদের শুধরে নিন।
৩. আমার কোন কোন বক্তব্য হয়ত কারো কারো মনে কষ্ট দিয়েছে, বিশেষ করে তৌহিদী জনতা বলাটা। আপনারা যারা আমার বক্তব্যের কারণে নারাজ- নাখোশ হয়েছেন, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দু:খপ্রকাশ করছি।
এছাড়া গত কয়েক মাসে অন্যকোন বক্তব্যে কেউ আঘাত পেলে বা সেটাকে বিভাজনমূলক ভাবলে, সেক্ষেত্রেও আমি আমার বক্তব্য পুনর্বিবেচনার পক্ষে৷ ভারসাম্যপূর্ণ, বিভাজন ও ট্যাগিং বিরোধী অবস্থান গ্রহণ করাটা জনগণের মধ্যকার ঐক্যের জন্য জন্য জরুরি। আমরা জালিম বা মজলুম কোনটাই হতে চাই না।
৪. আমাদের শত্রু অগণিত এবং তারা সবাই শক্তিধর। মিত্র খুবই কম। একটু ছাড় দিয়ে যদি আমরা মিত্রতা বাড়াতে পারি এবং শত্রুদের পরাস্ত করতে পারি, তা আখেরে এদেশের জনগণকেই উপকৃত করবে।
গণ-অভ্যুত্থানের সকল শক্তির ঐক্যই আমাদের গন্তব্য। একটা হিস্টরিক ব্লক তৈরির সম্ভাবনা আমাদের সামনে ছিল৷ এখনো আছে বটে। ফ্যাসিবাদবিরোধী ও বাংলাদেশপন্থী জনগোষ্ঠীকে নিজেদের মধ্যেই রাজনৈতিক ভাবে ইতিবাচক প্রতিযোগিতা করতে হবে। কোনভাবেই ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতিতে স্পেইস দেয়া যাবে না।”

জনাব মাহফুজ আলম দুঃখপ্রকাশ করায় দেশের সাধারণ মুসলিম জনতা তাকে সাধুবাদ জানাচ্ছেন। একইসাথে তিনি যেন ভবিষ্যতে শব্দ চয়নের ক্ষেত্রে সতর্ক থাকেন, এমন পরামর্শও দিচ্ছেন কেউ কেউ। তবে তার এই মাহফুজ আলম দুঃখপ্রকাশ ( ক্ষমা চাইলেন উপদেষ্টা মাহফুজ ) রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

আরও পরুনঃ সাবেক আইজিপি বেনজীর আহমেদ ইন্টারপোলের নজরে

Follow Us On Facebook

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT