যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার (NASA) নেতৃত্বে পরিচালিত ‘আর্টেমিস অ্যাকর্ডস’ চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ। এর মাধ্যমে বাংলাদেশ এখন এই বৈশ্বিক মহাকাশ সহযোগিতা উদ্যোগের ৫৪তম সদস্য দেশ। এই চুক্তি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও টেকসই মহাকাশ অনুসন্ধান ও ব্যবস্থাপনার লক্ষ্য নিয়ে কাজ করে।
৮ এপ্রিল (সোমবার) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এর প্রেক্ষাপটে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও কূটনীতিকরা।
চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ বৈশ্বিক মহাকাশ গবেষণা, মহাকাশ সম্পদের দায়িত্বশীল ব্যবহার ও মহাকাশ ঐতিহ্য সংরক্ষণের আন্তর্জাতিক প্রতিশ্রুতিতে যুক্ত হলো। প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন জানান, এই চুক্তি মূলত ‘আউটার স্পেস ট্রিটি’, ‘অ্যাস্ট্রোনট রেসকিউ এগ্রিমেন্ট’ এবং ‘রেজিস্ট্রেশন কনভেনশন’-এর নীতিমালাকে অনুসরণ করে, যা শান্তিপূর্ণ ও টেকসই মহাকাশ ব্যবস্থাপনায় সহায়ক।
তিনি আরও বলেন, “বাংলাদেশ ১৯৮০ সাল থেকেই মহাকাশ গবেষণায় আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলে আসছে। এবার এই চুক্তির মাধ্যমে প্রযুক্তি স্থানান্তর, বৈজ্ঞানিক গবেষণা ও অর্থনৈতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মুক্ত হলো।”
বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক বলেন, “এই চুক্তি ভবিষ্যৎ প্রজন্মের মহাকাশ অভিযাত্রী তৈরি ও গবেষণার পথ প্রশস্ত করবে। আমাদের বর্তমান প্রজন্ম গ্লোবাল চিন্তাধারার, তাই এই উদ্যোগ তাদের বিশ্বমানে প্রস্তুত করতে সহায়ক হবে।”
চুক্তির মাধ্যমে স্পারসো (বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান) উন্নত স্যাটেলাইট প্রযুক্তি, পৃথিবী পর্যবেক্ষণ, জলবায়ু পরিবর্তন মনিটরিং এবং দুর্যোগ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতা পেতে পারে। পাশাপাশি, বাংলাদেশি বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞানীরা আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থার সঙ্গে যৌথ গবেষণায় অংশ নিতে পারবেন এবং শিক্ষার্থীরা নাসার প্রশিক্ষণ ও বৃত্তি প্রোগ্রামেও অংশ নিতে পারবেন।
এতে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন নাসার অ্যাক্টিং অ্যাডমিনিস্ট্রেটর জ্যানেট পেট্রো। চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশ একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক মহাকাশ জোটের সদস্য হলো, যেখানে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাতসহ ৫৩টি দেশ অংশ নিয়েছে।
নাসার ওয়েব সাইটেও এ চুক্তি সংক্রান্ত সংবাদটি প্রকাশিত হয়েছে এবং বাংলাদেশকে স্বাগত জানানো হয়েছে:
https://www.nasa.gov/news-release/nasa-welcomes-bangladesh-as-newest-artemis-accords-signatory/