ওয়াকফ (সংশোধিত) আইন ঘিরে ফের উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সুতি থানার সাজুর মোড় এলাকা। শুক্রবার দুপুর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যখন একাধিক সংগঠনের ডাকে আয়োজিত বিক্ষোভ মিছিল জাতীয় সড়ক অবরোধের চেষ্টা করে।
স্থানীয় সূত্র ও আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরেই বিক্ষোভ চলছে। জঙ্গিপুর ও সুতির মতো এলাকাগুলোতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটছে। শুক্রবারও সুতি ও সামসেরগঞ্জে কয়েক হাজার মানুষ রাস্তায় নামে।
সাজুর মোড় এলাকায় জাতীয় সড়ক অবরোধ করতে গেলে পুলিশ বাধা দেয়। অভিযোগ রয়েছে, বিক্ষোভকারীদের কিছু অংশ পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে এবং বোমা বিস্ফোরণেরও চেষ্টা করে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য ও সাধারণ পথচারী আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। জঙ্গিপুর জেলার পুলিশ সুপার আনন্দ রায় জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে বিকেল ৫টা পর্যন্ত এলাকা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাজুর মোড়ে একাধিক মিছিল এসে একত্রিত হলে উত্তেজনার সূচনা হয়। বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ ও যানবাহনে হামলার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
উল্লেখ্য, পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে ওই অঞ্চলে ইন্টারনেট সংযোগ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। জনসাধারণকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে প্রশাসন।