ইরানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইসমাইল ফকরি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগের অধীনে থাকা সংবাদ সংস্থা মিজান অনলাইনের বরাতে এই তথ্য জানা গেছে।
বলা হয়েছে, ইসমাইল ফকরি রাষ্ট্রের শত্রুদের কাছে গোপন ও সংবেদনশীল তথ্য পাচার করতেন। ইরানের সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের দেওয়া ফাঁসির রায় বহাল রাখার পর সোমবার তার শাস্তি কার্যকর করা হয়।
খবরে আরও জানানো হয়, ফকরি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দুই কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন এবং ইরানের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতেন। ২০২৩ সালের ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করা হয় এবং আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির মামলা দায়ের করা হয়।
ইরানের বিচার বিভাগ বলেছে, এই শাস্তি ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্কের জন্য বড় ধরনের আঘাত। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহের মধ্যে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে এ নিয়ে তিনজনের ফাঁসি কার্যকর হলো।
বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনাগুলো দুই দেশের মধ্যে গুপ্তচর যুদ্ধ আরও জটিল করে তুলবে।