লোহিত সাগরে আবারও মার্কিন রণতরী হামলার শিকার হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
সোমবার (১৭ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হুথিদের দাবি, ইয়েমেনে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবেই এই আক্রমণ। গোষ্ঠীটির এক মুখপাত্র জানান, তাদের যোদ্ধারা বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং এর সঙ্গে থাকা অন্যান্য যুদ্ধজাহাজের দিকে ১৮টি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন নিক্ষেপ করেছে। অপরদিকে, মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাতভর হুথিদের লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে এটি মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে হুথিদের দ্বিতীয় হামলা। এর আগে, গাজায় ইসরায়েলের অবরোধের প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলি ও তাদের সঙ্গে যুক্ত জাহাজগুলোকে লক্ষ্য করে হামলার হুমকি দেয় হুথিরা। এর জবাবে যুক্তরাষ্ট্র গত সপ্তাহান্তে ইয়েমেনে বড় ধরনের সামরিক অভিযান চালায়, যেখানে বহু প্রাণহানি ঘটে এবং বহু মানুষ আহত হয়।
হুথিদের মুখপাত্র টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, “আমাদের দেশের বিরুদ্ধে অব্যাহত মার্কিন আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়েছে।”
তবে, যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করে জানায়, তারা ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে।
হুথি-সমর্থিত সংবাদমাধ্যম সাবা জানিয়েছে, সোমবার ভোরে রাজধানী সানা থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরে হোদেইদাহ বন্দরের আশপাশে দুটি বিমান হামলা চালানো হয়। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, রোববার মার্কিন বাহিনী সাদা শহরে একটি ক্যান্সার কেন্দ্রে হামলা চালিয়েছে, যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, ইয়েমেনের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণকারী হুথিরা গত ১৮ মাস ধরে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথে আক্রমণ চালিয়ে আসছে। এই হামলাগুলো বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলেছে, যার ফলে এশিয়া ও ইউরোপের মধ্যে পণ্য পরিবহনের জন্য সুয়েজ খালের পরিবর্তে আফ্রিকা ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে।
জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর হুথিরা ইসরায়েল-সংযোগহীন জাহাজের ওপর হামলা বন্ধ করেছিল। তবে সম্প্রতি গাজায় নতুন করে অবরোধ আরোপের জেরে তারা লোহিত সাগরে আবারও ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়।
এদিকে, শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের লক্ষ্য করে সামরিক হামলার নির্দেশ দিয়েছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ওই হামলায় অন্তত ৫৩ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। হামলার বেশিরভাগই হুথি-নিয়ন্ত্রিত সাদা প্রদেশে চালানো হয়েছে।
লোহিত সাগরে এই হামলার খবরের পর বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। সোমবার ব্রেন্ট ক্রুড ফিউচার ৪১ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭০.৯৯ ডলার হয়েছে।
আমাদের পথ চলায় সঙ্গী হন আপনিও: