২২ জুলাই ২০২৫
মঙ্গলবার (২২ জুলাই) সকালে তিনি প্রতিষ্ঠানটিতে যান। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের অনেকে ক্ষোভ প্রকাশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।
এর আগে সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান এফটি-৭ বিজিআই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে বিধ্বস্ত হয়। ভয়াবহ এ দুর্ঘটনায় বিমানের পাইলটসহ এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের বেশিরভাগই প্রতিষ্ঠানটির কোমলমতি শিক্ষার্থী ছিলেন।