প্রকাশ: ২২ জুলাই ২০২৫
সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা কলেজের সামনের সড়কে জড়ো হন। ব্যানার-প্ল্যাকার্ড হাতে স্লোগানে স্লোগানে তারা দাবির পক্ষে অবস্থান জানান। হাতে ছিল— “বিচার চাই না, সন্তানের লাশ চাই”, “সঠিক লাশের হিসাব চাই”— এমন ব্যানার।
অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ একাধিকবার সরে যেতে অনুরোধ জানালেও শিক্ষার্থীরা শান্তিপূর্ণ উপায়ে তাদের অবস্থান চালিয়ে যান।
আন্দোলনকারীদের ভাষ্য, “আমরা কোনো সংঘর্ষ বা বিশৃঙ্খলা চাই না। কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনার দায় কেউ নিচ্ছে না। নিহতদের পরিচয় এখনো স্পষ্ট নয়। কোনো জবাবদিহিতা নেই।”
তারা ছয়টি সুস্পষ্ট দাবি উপস্থাপন করেছে:
১. দুর্ঘটনায় নিহতদের পূর্ণ নাম ও ঠিকানা প্রকাশ
২. আহতদের নির্ভুল তালিকা
৩. ঘটনাস্থলে শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা
৪. উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান
৫. ঝুঁকিপূর্ণ বিমান বাতিল
৬. প্রশিক্ষণ পদ্ধতিতে কাঙ্ক্ষিত সংস্কার
প্রসঙ্গত, গতকাল সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। মুহূর্তেই আগুন ধরে যায়।
এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী। আহত ৭৮ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।