মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আগামী ২৭ জুলাই খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানটি অভিভাবকদের মোবাইলে পাঠানো বার্তার মাধ্যমে এ তথ্য জানায়।
এদিকে আজ স্কুল প্রাঙ্গণে সাংবাদিকসহ কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
এক তদন্ত কমিটির সদস্য জানিয়েছেন, সাম্প্রতিক দুর্ঘটনা নিয়ে কাজ চলছে এবং প্রতিবেদন খুব শিগগিরই প্রকাশিত হবে। তবে বিদ্যালয় পুনরায় খোলার সিদ্ধান্তে অভিভাবকরা অসন্তোষ প্রকাশ করেছেন।
মাইলস্টোন কলেজ এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে বলে গতকাল আইএসপিআর জানিয়েছে।