ভারতে বিতর্কিত ওয়াক্ফ আইন কার্যকরের প্রতিবাদে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বুধবার সকাল থেকেই জেলার জঙ্গিপুর এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রশাসনের পক্ষ থেকে ১৬৩ ধারা জারি থাকা সত্ত্বেও সুতি অঞ্চল রণক্ষেত্রের রূপ নেয়।
মুসলিম সম্প্রদায় এবং বিরোধী দলগুলোর প্রবল আপত্তির মধ্যেও মঙ্গলবার কেন্দ্রীয়ভাবে ওয়াক্ফ আইনটি কার্যকর করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে ইতোমধ্যে ভারতের সুপ্রিম কোর্টে অন্তত ১৫টি মামলা দায়ের হয়েছে। আগামী ১৬ এপ্রিল থেকে শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।
বুধবার জঙ্গিপুরের আহিরন এলাকায় জাতীয় সড়কে একটি প্রতিবাদ মিছিলে পুলিশের বাধা দেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংঘর্ষের মধ্যে পড়ে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।
এদিকে মঙ্গলবার থেকে মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। ওই দিন বিকেলে মুসলিম ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে শুরু হওয়া আন্দোলন জঙ্গিপুর থেকে ধুলিয়ান পর্যন্ত ছড়িয়ে পড়ে। একাধিক জায়গায় জাতীয় সড়ক অবরোধের ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা।
এই উত্তপ্ত পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের প্রতি সংহতি প্রকাশ করে বলেছেন, পশ্চিমবঙ্গে এই বিতর্কিত আইন কার্যকর হবে না। বুধবার কলকাতায় জৈন সম্প্রদায়ের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, ‘দিদি হিসেবে আমি মুসলিমদের পাশেই আছি। তাদের সম্পত্তি এবং অধিকার রক্ষা করব।’
তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গে কেউ বিভাজনের রাজনীতি করতে পারবে না। সবাইকে একসঙ্গে থেকে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে। কেউ রাজনৈতিক উসকানিতে কান দেবেন না।’
সূত্র: এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা