ইউক্রেনে চলমান যুদ্ধ আবারও বিশ্বজুড়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। সম্প্রতি দেশটির সুমি শহরে ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৪ জন নিরীহ মানুষ এবং আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। এই মর্মান্তিক ঘটনার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে ম্যাক্রোঁ বলেন, “এই যুদ্ধ রাশিয়া শুরু করেছে—এটি আমরা সবাই জানি। রাশিয়া এখনও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং কূটনৈতিক উদ্যোগকে অবহেলা করে আগ্রাসন চালিয়ে যাচ্ছে।”
তিনি জোর দিয়ে বলেন, রাশিয়াকে যুদ্ধ থামাতে বাধ্য করার এখনই উপযুক্ত সময়। সুমি শহরের ভয়াবহ হামলায় প্রাণ হারানোদের মধ্যে শিশুদেরও উল্লেখ করে তিনি এটিকে কেবল রাজনৈতিক নয়, বরং মানবিক ইস্যু হিসেবে দেখার আহ্বান জানান।