কুবি চৌদ্দগ্রাম স্টুডেন্টস' ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০২৫-২৬ বর্ষের নতুন কমিটি ঘোষণা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ২১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১২ জানুয়ারি প্রবীণ আলেম ও রাজনীতিবিদ আল্লামা মাওলানা নুরুল হুদা ফয়েজী (রহ.) ইন্তেকাল করেছেন সিচুয়ানে উদ্বোধনের কয়েক মাস পরই ধসে পড়ল হংছি ব্রিজ ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে যাবে ৭৮ হাজার ৫০০ হজযাত্রী জুলাই সনদের আইনি স্বীকৃতি ছাড়া কোনো নির্বাচন নয়: জামায়াত আমির কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কুকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি মুন্সীবাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘মুন্সীবাজার ব্লাড সোসাইটি’ শেকৃবিতে ৫৩% শিক্ষকের পিএইচডি নেই, তবুও পদোন্নতি ১৪৪ জনের কুবি চৌদ্দগ্রাম স্টুডেন্টস’ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০২৫-২৬ বর্ষের নতুন কমিটি ঘোষণা দিল্লির লাল কেল্লায় ভয়াবহ বিস্ফোরণ- ৮ নিহত, মুম্বাইসহ চার রাজ্যে উচ্চ সতর্কতা

কুবি চৌদ্দগ্রাম স্টুডেন্টস’ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০২৫-২৬ বর্ষের নতুন কমিটি ঘোষণা

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৬ বার দেখা হয়েছে

নবনির্বাচিত সভাপতি তানভীর হোসাইন ও সাধারণ সম্পাদক শাহাদাৎ তানভীর রাফির নেতৃত্বে গঠিত নতুন কমিটি চৌদ্দগ্রামের শিক্ষার্থীদের জন্য কার্যক্রম শুরু করবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চৌদ্দগ্রাম স্টুডেন্টস’ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লোক-প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের তানভীর হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শাহাদাৎ তানভীর রাফি।

রবিবার (১০ নভেম্বর) সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপদেষ্টা মণ্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন আব্দুর রহমান, কামরুজ্জামান, রিফাত হোসেন, পপি আক্তার, রিমন মাহমুদ ও খাদিজা আক্তার। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদ সাকিব, আনিকা তাবাসসুম সাদিয়া, ইমরান হোসাইন, রাহাত ভুঁইয়া ও মাহমুদ জুবায়ের।

সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন এনায়েত হোসেন, আদনান মুরাদ, তাইয়্যেব ত্বোহা, খাইরুন নাহার কুমকুম, শাহাদাৎ হোসাইন জামিম, নাজমুস সাকিব, শাহরিন সুলতানা শিপা, আফসার আহমেদ বিশাল, ইফতাল মাহমুদ শাওন, মাহমুদা আক্তার আবরার, মো. সাঈদ আহমেদ রিফাত, জান্নাতুল ফেরদৌস রিমি ও আব্দুল্লাহ মহিন।

অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদ হোসেন মায়াজ, সহ-অর্থ সম্পাদক মিনহাজুল হক, ছাত্রকল্যাণ সম্পাদক সাবের হোসেন সৌরভ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন জীবন, উপ-দপ্তর সম্পাদক তামান্না খানম। প্রচার সম্পাদক ইমতিয়াজ ইভান ও উপ-প্রচার সম্পাদক সাদিয়া রহমান মলি। ক্রীড়া সম্পাদক সাখাওয়াত অরন্য, উপ-ক্রীড়া সম্পাদক মিনহাজ হায়দার চৌধুরী। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইসরাত জাহান ইশা এবং উপ-সাংস্কৃতিক সম্পাদক অর্নব সূত্রধর।

ছাত্রী সম্পাদক হিসেবে রয়েছেন কাজী সামিয়া আক্তার, রামিশা জান্নাত, সাদিয়া আফরিন, সাদিয়া আক্তার ও জান্নাতুল নাঈম জেলি। এছাড়াও সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন খাদিজাতুল তাহিরা, ওমর ফাহাদ, পারভেজ মাহমুদ, নাদিম হোসেন চৌধুরী, তানভীর সুলতানা আনিশা ও ইমতিয়াজ অয়ন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহাদাৎ তানভীর রাফি বলেন, “চৌদ্দগ্রামের শিক্ষার্থীদের কুবিতে পড়ার আগ্রহ বাড়াতে কাজ করবেন। এছাড়াও চৌদ্দগ্রাম থেকে আসা সকল নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করবেন।”

সভাপতি তানভীর হোসাইন জানিয়েছেন, “চৌদ্দগ্রাম থেকে আসা শিক্ষার্থীদের সংঘবদ্ধ রাখবেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনে যুক্ত করার ব্যবস্থা করবেন। এছাড়াও দেশের বিভিন্ন বড় সেক্টরে কর্মরত সাবেক শিক্ষার্থীদের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের চাকরির ক্ষেত্রে অনুপ্রাণিত করার চেষ্টা করবেন।”

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ১ম থেকে ১৩তম আবর্তনের চৌদ্দগ্রামের সকল শিক্ষার্থীকে আজীবন সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT