বুধবার (৯ জুলাই) জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।
সফরপূর্ব এক সংবর্ধনা অনুষ্ঠানে মঙ্গলবার রাতে ঢাকাস্থ চীনা দূতাবাসে জামায়াত নেতাদের সম্মাননা জানায় চীনা কর্তৃপক্ষ। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
এই সফরে জামায়াত আমির ছাড়াও অংশ নিচ্ছেন দলের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, মাওলানা মুহাম্মাদ শাহজাহান এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এছাড়াও সফরসঙ্গী হিসেবে রয়েছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন ও মোবারক হোসাইন, শিল্প ও বাণিজ্য বিভাগের সভাপতি শহিদুল ইসলাম ও সেক্রেটারি ডা. আনোয়ারুল আজিম, আমিরের পিএস নজরুল ইসলাম, ওমর হাসিব শফিউল্লাহ ও নওশাদ আলী ফরহাদ প্রমুখ।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ সফরকে অত্যন্ত ‘গুরুত্বপূর্ণ’ আখ্যা দিয়ে বলেন, “চীনের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে আলোচনা হবে, যা শুধু জামায়াত নয়—বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ।”
তিনি আরও জানান, এটি জামায়াতে ইসলামীর দ্বিতীয়বারের মতো চীন সফর। এবারের সফরটি চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত বছরের সেপ্টেম্বরে জামায়াত ও ছাত্রশিবিরসহ চারটি ইসলামী দলের ১৪ সদস্যের একটি দল চীন সফর করেছিল। তখন সেই দলের নেতৃত্বে ছিলেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
এছাড়া সম্প্রতি বিএনপির কয়েকটি প্রতিনিধি দলও চীনে সফর করেছে। গত মাসেই চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির একটি বৃহৎ প্রতিনিধি দল দেশটি সফর করে। চলতি বছরের শুরুতেও দলটির আরও দুটি প্রতিনিধি দল চীন সফরে যায়।