ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ইবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ইবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন জাবিতে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ জাবি ভর্তি আবেদন শুরু ২৩ নভেম্বর, চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত বালিয়াকান্দিতে আই ফাউন্ডেশনের চক্ষু ক্যাম্প, শতাধিক দরিদ্র রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের গল্প—কুবির পাঁচ কৃতি শিক্ষার্থীর বিসিএস জয়যাত্রা বিবিসিতে শেখ হাসিনা অস্বীকার করলেন গণঅভ্যুত্থান হত্যা অভিযোগ জুলাই সনদে আইনি সিল, এক ঘোষণায় রাজনৈতিক অচলাবস্থা ভাঙলেন ইউনূস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ৪৪তম ও ৪৯তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত, বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলা–লুটপাট: আড়াই মাস পর ৯৬ জনের নামে মামলা

ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ইবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১ বার দেখা হয়েছে
সাগর আহমেদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফেসবুকে রাজনৈতিক বক্তব্য প্রকাশ এবং নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাগর আহমেদ নামে এক শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে আটক করে ইবি থানায় সোপর্দ করা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফেসবুকে রাজনৈতিক দল ও নিষিদ্ধ সংগঠনসংক্রান্ত স্ট্যাটাস এবং সংশ্লিষ্টতার অভিযোগে সাগর আহমেদ নামে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে পরীক্ষাকালীন তাকে আটক করে ক্যাম্পাসস্থ ইবি থানায় হস্তান্তর করা হয়। আটক সাগর সমাজকল্যাণ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শিক্ষার্থী।

জানা যায়, সকাল ৯টা থেকে অনুষদ ভবনের নিচতলায় তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা দিচ্ছিলেন সাগর। দুপুর ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী দাবি করেন যে, সাগর ফেসবুকে আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পোস্ট দিয়ে আসছেন এবং সাম্প্রতিক ‘লকডাউন’ আহ্বান সমর্থন করেছেন। অভিযোগকারী শিক্ষার্থীরা ভবনের বাইরে অবস্থান নিলে পরবর্তীতে তাকে পরীক্ষার হল থেকে আটক করা হয়। এসময় মারধরের চেষ্টা হলে প্রক্টরিয়াল বডির সদস্যরা তাকে নিরাপত্তায় নিয়ে যান।

শিক্ষার্থীদের আরও অভিযোগ, সাগর কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের পদধারী নেতা। তবে সত্যতা যাচাইয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

অভিযুক্ত সাগর বলেন, “আমি ফেসবুকে পোস্ট দিয়েছি—এটি সত্য। কারণ আমার পরিবার আওয়ামী লীগ করে। তবে আমি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত নই এবং ছাত্রলীগের সাথে জড়িত নই।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, শিক্ষার্থীরা তাকে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করলে বিশ্ববিদ্যালয় তাকে থানায় সোপর্দ করে।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সাগর বর্তমানে পুলিশের হেফাজতে আছেন এবং পরবর্তী সিদ্ধান্ত আইন অনুযায়ী গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT