ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ইবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসী তাণ্ডব, র‍্যাবের ডিএডি নিহত তারেক রহমান: জুলাই গণ অভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য নতুন বিভাগ হবে ২০২৬ হজের জন্য হজযাত্রীদের টিকাদান কার্যক্রম শুরু আলিফ হত্যা মামলা- চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল: উচ্চপর্যায় বৈঠকে অগ্রগতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চাইছে আইসিসি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সাত ভারতীয় সেনা আহত

ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ইবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৪৪ বার দেখা হয়েছে
সাগর আহমেদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফেসবুকে রাজনৈতিক বক্তব্য প্রকাশ এবং নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাগর আহমেদ নামে এক শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে আটক করে ইবি থানায় সোপর্দ করা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফেসবুকে রাজনৈতিক দল ও নিষিদ্ধ সংগঠনসংক্রান্ত স্ট্যাটাস এবং সংশ্লিষ্টতার অভিযোগে সাগর আহমেদ নামে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে পরীক্ষাকালীন তাকে আটক করে ক্যাম্পাসস্থ ইবি থানায় হস্তান্তর করা হয়। আটক সাগর সমাজকল্যাণ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শিক্ষার্থী।

জানা যায়, সকাল ৯টা থেকে অনুষদ ভবনের নিচতলায় তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা দিচ্ছিলেন সাগর। দুপুর ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী দাবি করেন যে, সাগর ফেসবুকে আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পোস্ট দিয়ে আসছেন এবং সাম্প্রতিক ‘লকডাউন’ আহ্বান সমর্থন করেছেন। অভিযোগকারী শিক্ষার্থীরা ভবনের বাইরে অবস্থান নিলে পরবর্তীতে তাকে পরীক্ষার হল থেকে আটক করা হয়। এসময় মারধরের চেষ্টা হলে প্রক্টরিয়াল বডির সদস্যরা তাকে নিরাপত্তায় নিয়ে যান।

শিক্ষার্থীদের আরও অভিযোগ, সাগর কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের পদধারী নেতা। তবে সত্যতা যাচাইয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

অভিযুক্ত সাগর বলেন, “আমি ফেসবুকে পোস্ট দিয়েছি—এটি সত্য। কারণ আমার পরিবার আওয়ামী লীগ করে। তবে আমি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত নই এবং ছাত্রলীগের সাথে জড়িত নই।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, শিক্ষার্থীরা তাকে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করলে বিশ্ববিদ্যালয় তাকে থানায় সোপর্দ করে।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সাগর বর্তমানে পুলিশের হেফাজতে আছেন এবং পরবর্তী সিদ্ধান্ত আইন অনুযায়ী গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT