ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ইবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন জাবিতে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ জাবি ভর্তি আবেদন শুরু ২৩ নভেম্বর, চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত বালিয়াকান্দিতে আই ফাউন্ডেশনের চক্ষু ক্যাম্প, শতাধিক দরিদ্র রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের গল্প—কুবির পাঁচ কৃতি শিক্ষার্থীর বিসিএস জয়যাত্রা বিবিসিতে শেখ হাসিনা অস্বীকার করলেন গণঅভ্যুত্থান হত্যা অভিযোগ জুলাই সনদে আইনি সিল, এক ঘোষণায় রাজনৈতিক অচলাবস্থা ভাঙলেন ইউনূস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ৪৪তম ও ৪৯তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত, বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলা–লুটপাট: আড়াই মাস পর ৯৬ জনের নামে মামলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ মিজানুর রহমান, ইবি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৪ বার দেখা হয়েছে
ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও ভলিবলসহ আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫–২৬ উদ্বোধন হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫–২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভলিবল মাঠে আয়োজিত ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সচিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মাদ জাহাঙ্গীর আলম। এছাড়া রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

স্বাগত বক্তব্য দেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. শেখ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রফেসর ড. মো. রশিদুজ্জামান ও উপ-পরিচালক মাবিলা রহমান।

বক্তব্যে প্রধান অতিথি বলেন, খেলাধুলা সহনশীলতা, দলগত চেতনা, আত্মবিশ্বাস, শ্রেষ্ঠত্ব প্রমাণ ও শারীরিক সক্ষমতা অর্জনে সহায়ক ভূমিকা রাখে। পাশাপাশি বর্তমান প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতামূলক যুগে শিক্ষার্থীদের অধ্যবসায় ও দক্ষতা বৃদ্ধির তাগিদ দেন তিনি। ব্যক্তিগত আবেগঘন অনুভূতি প্রকাশ করে সচিব জানান, তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী হওয়ায় এই ক্যাম্পাস তাঁর জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। পরে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সহযোগিতার আশ্বাস দিয়ে ক্রীড়া সামগ্রী ক্রয়ের জন্য তিন লাখ টাকা অনুদান ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জসিং থুই মারমার দল ডিসপ্লে এবং ডলি মণ্ডল ও তার দল লালনগীতি পরিবেশন করেন। বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। শেষে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের পক্ষ থেকে সচিবকে সংবর্ধনা দেওয়া হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT