২০৩০ সালের পর আর থাকছে না মহাকাশ স্টেশন ISS - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাককানইবি কেসস্প্রিন্ট ২০২৫ এর গ্র্যান্ড ফিনালে:বিজয়ী দল ‘ব্যাকসিট ড্রাইভার্স’ আমরণ অনশনের মুখে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাংলায় কথা বলার অপরাধে কলকাতায় এক হিন্দু যুবককে তিরস্কার তিন মাসের বিরতি শেষে খুললো সুন্দরবনের দ্বার, জেলে ও পর্যটকদের ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য ২০৩০ সালের পর আর থাকছে না মহাকাশ স্টেশন ISS ২০ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত বাকৃবি শিক্ষার্থীদের আন্দোলনে বহিরাগত হামলা, বিশ্ববিদ্যালয় বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ চবি শিক্ষার্থীদের ওপর চলমান হামলার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ সমাবেশ গ্লোবাল সামুদ ফ্লোটিলা গাজায় রওনা, ৫০টির বেশি জাহাজে মানবিক সহায়তা

২০৩০ সালের পর আর থাকছে না মহাকাশ স্টেশন ISS

আন্তর্জাাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪ বার দেখা হয়েছে

২০৩০ সালের পর মহাকাশে আর থাকছে না ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (ISS)। নিয়ন্ত্রিতভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করিয়ে এটি শেষমেশ ডুবিয়ে দেওয়া হবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের নির্জন এলাকায়, যাকে বলা হয় ‘spacecraft graveyard’।

১৯৯৮ সালে কক্ষপথে যাত্রা শুরু করা ISS মানব ইতিহাসের অন্যতম বড় বৈজ্ঞানিক প্রকল্প। পৃথিবীর প্রায় ৪০০ কিলোমিটার ওপরে ভেসে থাকা এই মহাকাশ স্টেশন দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক গবেষণা, প্রযুক্তি উন্নয়ন এবং মহাকাশ ভ্রমণের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে দীর্ঘদিন ব্যবহারের ফলে এর যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে এবং রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে যাচ্ছে। এ কারণে NASA ও আন্তর্জাতিক অংশীদাররা “International Space Station Transition Plan” ঘোষণা করেছে, যেখানে ২০৩০ সালের পর স্টেশন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, বিশেষ ডিভাইসের সাহায্যে ISS ধীরে ধীরে কক্ষপথ থেকে নামানো হবে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে বেশিরভাগ অংশ পুড়ে যাবে, তবে সব ধ্বংস হবে না। নিরাপত্তার কারণে ভগ্নাংশকে পাঠানো হবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের অচল অংশে, যেখানে পূর্বেও রুশ স্পেস স্টেশন ‘মির’ এবং শত শত পুরনো স্যাটেলাইট ডুবিয়ে দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার নাম “controlled deorbit”।

NASA ইতোমধ্যে United States Deorbit Vehicle (USDV) তৈরির উদ্যোগ নিয়েছে, যা ISS-কে নিরাপদে নামাতে মুখ্য ভূমিকা রাখবে। একইসঙ্গে আন্তর্জাতিক মহাকাশ গবেষণার পরবর্তী ধাপ হিসেবে বেসরকারি খাতকে সামনে আনা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কোম্পানিগুলো যেমন Axiom Space, Voyager-Airbus-এর Starlab, Blue Origin-এর Orbital Reef এবং Vast-এর Haven Station—সবাই নিজেদের আধুনিক বাণিজ্যিক মহাকাশ স্টেশন তৈরির দৌড়ে নেমেছে। এর মধ্যে কিছু ২০২৭-২৮ সালেই চালু হতে পারে।

এদিকে চীন ইতোমধ্যে নিজেদের ‘তিয়ানগং’ স্টেশন সম্প্রসারণ করছে এবং ভারতও ২০৩৫ সালের মধ্যে নিজস্ব কক্ষপথ গবেষণাগার চালুর ঘোষণা দিয়েছে। NASA-র পরিকল্পনায় নতুন প্রজন্মের এসব স্টেশনে ভাড়াটিয়া হয়ে কাজ করবে মার্কিন মহাকাশচারীরা, যা মহাকাশ গবেষণাকে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের নতুন যুগে নিয়ে যাবে।

বিশ্বের বিজ্ঞানীরা বলছেন, ISS-এর অবসান মানব ইতিহাসের এক বিশাল অধ্যায়ের সমাপ্তি হলেও, একইসঙ্গে এটি নতুন অধ্যায়ের সূচনা। ভবিষ্যতের বাণিজ্যিক মহাকাশ স্টেশনগুলো শুধু গবেষণাই নয়, পর্যটন ও ব্যবসায়িক খাতেও বিপ্লব ঘটাবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT