ভারতে নারীদের একাকী ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
সাকিব ঝড়ে প্রথম জয়ের আনন্দ মায়ামি ব্লেজের ইউরোপীয় তিন দেশকে হুমকি-চাপের পুরনো কৌশল ত্যাগের আহ্বান ইরানের এসএসসিতে ১২৩০ নম্বর পেয়ে তাক লাগিয়েছে নাগেশ্বরীর তুশিন পর্যায়ক্রমে সেনা প্রত্যাহারে একমত হামাস–ইসরায়েল প্রবল প্রতিবাদের মুখেও শেষপর্যন্ত ঢাকায় চালু হলো জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিস চট্টগ্রাম সমিতি, ঢাকা আয়োজিত জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘তুমি কে আমি কে, জঙ্গী জঙ্গী; কে বলেছে কে বলেছে, স্বৈরাচারের সঙ্গী’ স্লোগানে প্রকম্পিত বাইতুল মোকাররম জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে প্রতীকী ম্যারাথনে যুব উপদেষ্টার অঙ্গীকার বার্সেলোনায় ‘সবার জন্য কাগজ চাই’ দাবিতে অনিয়মিত অভিবাসীদের বর্ণবাদবিরোধী প্রতিবাদ পিনাকীর আবেগঘন বার্তা – হাটহাজারীর ছাত্ররাই বিপ্লবের রক্ষক

ভারতে নারীদের একাকী ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৪৩ বার দেখা হয়েছে
ভারতে ক্রমেই নারী পর্যটকদের ধর্ষণের ঘটনা উদ্বেগজনকহারে বেড়েছে, ছবি: গেটি ইমেজেস
ভারতে ক্রমেই নারী পর্যটকদের ধর্ষণের ঘটনা উদ্বেগজনকহারে বেড়েছে, ছবি: গেটি ইমেজেস

ভারতে ভ্রমণ প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার একটি লেভেল-২ সতর্কতা জারি করে ভ্রমণকারীদের “অতিরিক্ত সতর্কতা অবলম্বন” করার পরামর্শ দিয়েছে“অপরাধ ও সন্ত্রাসবাদ”-এর ঝুঁকির কারণে গত ১৬ই জুন এই পরামর্শটি দেওয়া হয়, যেখানে কিছু এলাকাকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছেসতর্কবার্তায় বলা হয়েছে, “ধর্ষণ ভারতে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অপরাধগুলোর মধ্যে একটি” এবং পর্যটন কেন্দ্রসহ বিভিন্ন স্থানে যৌন নিপীড়নের মতো সহিংস অপরাধ ঘটে থাকেএতে আরও উল্লেখ করা হয় যে, সন্ত্রাসীরা সামান্য বা কোনো সতর্কতা ছাড়াই পর্যটন কেন্দ্র, যানবাহন থামার স্থান, এবং শপিং মলে আক্রমণ করতে পারে। ভারতের গণমাধ্যম দ্যা টাইমস অব ইন্ডিয়ায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এই প্রেক্ষাপটে, বিশেষভাবে নারীদের একা ভ্রমণ না করার জন্য বলা হয়েছেসতর্কবার্তায় জম্মু ও কাশ্মীর, ভারত-পাকিস্তান সীমান্ত এবং মধ্য ও পূর্ব ভারতের কিছু অংশকে অতিরিক্ত সতর্কতার এলাকা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছেযুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারীদের বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং ওড়িশার মতো রাজ্যের রাজধানীর বাইরে ভ্রমণের জন্য বিশেষ অনুমতি নিতে হবেএকইভাবে পূর্ব মহারাষ্ট্র এবং পূর্ব মধ্যপ্রদেশে ভ্রমণের ক্ষেত্রেও অনুমোদন প্রয়োজনউত্তর-পূর্বের রাজ্য মণিপুরের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়েছেযুক্তরাষ্ট্র সরকার গ্রাম এলাকায় তাদের নাগরিকদের জন্য জরুরী সেবা প্রদানের ক্ষেত্রে সীমাবদ্ধতার কথাও স্বীকার করেছেএছাড়া, ভারতে স্যাটেলাইট ফোন বা জিপিএস ডিভাইস রাখা অবৈধ এবং এর জন্য জরিমানা বা কারাদণ্ড হতে পারে বলে জানানো হয়

প্রসঙ্গত, গত কয়েকবছর যাবত বিদেশি নারী পর্যটকরা ভারতে যৌন হয়রানির শিকার হয়েছেন। গত বছর মার্চে ঝাড়খণ্ড রাজ্যে এক নারী ব্রাজিল-স্পেন দ্বৈত নাগরিক গণধর্ষণের শিকার হন। ২০১৮ সালে কেরালা রাজ্যে এক লাটভিয়ান নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়। চলতি বছর মার্চে কর্ণাটক রাজ্যে এক ইসরায়েলি নারী ধর্ষণের শিকার হন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT