
রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহমানের ছেলেকে সম্প্রতি ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের শিক্ষার্থীরা।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের নিচে প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় তারা অপরাধীদের শাস্তির আওতায় এনে সুবিচার নিশ্চিত করার দাবি জানান। প্রতিবাদে আইন অনুষদের অন্তর্ভুক্ত আইন, আল ফিকহ অ্যান্ড ল, এবং ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা বলেন, “বিচারকরা যদি নিঃসংকোচে কাজ না করতে পারেন তাহলে বিচার বিভাগের স্বাধীনতা থাকে না। তাদের নিরাপত্তা নিশ্চিত এবং হামলাকারীদের শাস্তি নিশ্চিত না করতে পারলে অপরাধের বিস্তার বাড়বে। আমরা সভ্য রাষ্ট্র গড়তে চাই। এজন্য বিচারকদের নিরাপত্তা নিশ্চিত, নিরাপত্তা বেষ্টনী এবং বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট সকলের নিরাপত্তার ব্যবস্থা জরুরি।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা ও স্ত্রীকে হত্যাচেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত লিমন মিয়াকে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মামুনুর রশিদ এ আদেশ দেন।