
ঈদুল ফিতরের নামাজ ইসলামে ওয়াজিব হিসেবে গণ্য হয় এবং এর পদ্ধতি পাঁচ ওয়াক্ত নামাজের মতো নয়। এটি কাজা করার সুযোগ নেই এবং আজান বা ইকামত ছাড়াই আদায় করা হয়। ঈদের নামাজ দুই রাকাত, যাতে ছয়টি অতিরিক্ত তাকবির রয়েছে।
নিয়ত (বাংলা)
ইমামের পেছনে কেবলামুখী হয়ে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ ছয় তাকবিরের সঙ্গে আদায় করার নিয়ত করতে হয়।
নিয়ত (আরবি)
“নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তায়ালা রাকয়াতা সালাতি ঈদিল ফিতর, মায়া ছিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তায়ালা ইকতাদাইতু বিহাযাল ইমাম, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।”
নামাজ আদায়ের নিয়ম
- নিয়ত করে ‘আল্লাহু আকবার’ বলে তাহরিমা বাঁধতে হবে।
- প্রথমে ছানা পড়তে হয়: “সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়াতাআলা যাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা”।
- এরপর তিনবার ‘আল্লাহু আকবার’ বলে প্রথম দুইবার কান পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দিতে হয়, তৃতীয়বার বলার পর হাত বাঁধতে হয়।
- তারপর আউজুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়ে সূরা ফাতেহার সঙ্গে অন্য একটি সূরা মিলিয়ে নামাজ চালিয়ে যেতে হয়।
- স্বাভাবিক রুকু ও সিজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াতে হয়।
- দ্বিতীয় রাকাতেও সূরা ফাতেহার পর একটি সূরা মিলিয়ে পড়তে হয়, এরপর তিনবার ‘আল্লাহু আকবার’ বলে প্রতিবার হাত ছেড়ে দিতে হয়।
- চতুর্থবার ‘আল্লাহু আকবার’ বলার পর সরাসরি রুকুতে যেতে হয়, এরপর স্বাভাবিক নামাজের নিয়ম অনুযায়ী সিজদা ও আখেরি বৈঠকের মাধ্যমে নামাজ শেষ করতে হয়।
খুতবা
নামাজ শেষে ইমাম মিম্বারে উঠে দুটি খুতবা প্রদান করেন, যা শোনা ওয়াজিব। খুতবা শেষ হলে সবাই মসজিদ থেকে বের হয়ে যান।
- দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
- দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd