নোটিশ:
শিরোনামঃ
বিজিবির পা ধরে ক্ষমা চাইলো বিএসএফ: আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভোটাধিকার প্রয়োগের সুযোগ ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী দেশীয় প্রযুক্তিতে রেল টার্ন টেবিল উদ্ভাবন করে আন্তর্জাতিক সম্মান পেলেন প্রকৌশলী তাসরুজ্জামান বাবু ইউরোপে নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয় সরাসরি ট্রেন চালুর দাবিতে সড়ক অবরোধ: লালমনিরহাটে আন্দোলন তীব্র উপদেষ্টাদের এপিএস-পিও’র দুর্নীতির খোঁজে মাঠে নেমেছে দুদক ইরানে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৪০, আহত ১২০০, নেপথ্যে ইসরায়েল জাবিতে হামলার ঘটনায় ২৫৯ ছাত্রলীগ কর্মী বহিষ্কার, ৯ শিক্ষক বরখাস্ত আন্ডারওয়ার্ল্ডের নতুন কৌশল: ‘মব’ সৃষ্টি করে শীর্ষ সন্ত্রাসীদের আধিপত্য

যেভাবে পড়বেন ঈদের নামাজ

ইসলাম ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৫২ বার দেখা হয়েছে
ঈদের নামাজ

ঈদুল ফিতরের নামাজ ইসলামে ওয়াজিব হিসেবে গণ্য হয় এবং এর পদ্ধতি পাঁচ ওয়াক্ত নামাজের মতো নয়। এটি কাজা করার সুযোগ নেই এবং আজান বা ইকামত ছাড়াই আদায় করা হয়। ঈদের নামাজ দুই রাকাত, যাতে ছয়টি অতিরিক্ত তাকবির রয়েছে।

নিয়ত (বাংলা)

ইমামের পেছনে কেবলামুখী হয়ে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ ছয় তাকবিরের সঙ্গে আদায় করার নিয়ত করতে হয়।

নিয়ত (আরবি)

“নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তায়ালা রাকয়াতা সালাতি ঈদিল ফিতর, মায়া ছিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তায়ালা ইকতাদাইতু বিহাযাল ইমাম, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।”

নামাজ আদায়ের নিয়ম

  1. নিয়ত করে ‘আল্লাহু আকবার’ বলে তাহরিমা বাঁধতে হবে।
  2. প্রথমে ছানা পড়তে হয়: “সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়াতাআলা যাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা”।
  3. এরপর তিনবার ‘আল্লাহু আকবার’ বলে প্রথম দুইবার কান পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দিতে হয়, তৃতীয়বার বলার পর হাত বাঁধতে হয়।
  4. তারপর আউজুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়ে সূরা ফাতেহার সঙ্গে অন্য একটি সূরা মিলিয়ে নামাজ চালিয়ে যেতে হয়।
  5. স্বাভাবিক রুকু ও সিজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াতে হয়।
  6. দ্বিতীয় রাকাতেও সূরা ফাতেহার পর একটি সূরা মিলিয়ে পড়তে হয়, এরপর তিনবার ‘আল্লাহু আকবার’ বলে প্রতিবার হাত ছেড়ে দিতে হয়।
  7. চতুর্থবার ‘আল্লাহু আকবার’ বলার পর সরাসরি রুকুতে যেতে হয়, এরপর স্বাভাবিক নামাজের নিয়ম অনুযায়ী সিজদা ও আখেরি বৈঠকের মাধ্যমে নামাজ শেষ করতে হয়।

খুতবা

নামাজ শেষে ইমাম মিম্বারে উঠে দুটি খুতবা প্রদান করেন, যা শোনা ওয়াজিব। খুতবা শেষ হলে সবাই মসজিদ থেকে বের হয়ে যান।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT