ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ দাবি করেছেন, হামাস ইসরায়েলকে ধ্বংসের লক্ষ্যে ইরানের কাছে ৫০০ মিলিয়ন ডলার সহায়তা চেয়েছিল। তিনি এ বিষয়ে একটি নথি প্রকাশ করেছেন, যা ইরান ও হামাস নেতাদের মধ্যে সরাসরি যোগাযোগের প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। খবর ইরান ইন্টারন্যাশনাল ও জেরুজালেম পোস্টের।
নথিতে বলা হয়েছে, হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার ও সামরিক প্রধান মুহাম্মদ দেইফ ইরানের কুদস ফোর্স কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে অর্থ সহায়তা চান। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার আগে বা কাছাকাছি সময়ে এ অর্থের দাবি জানানো হয়। তবে ইতোমধ্যে ইসরায়েলি বাহিনীর অভিযানে এই দুই নেতা নিহত হয়েছেন বলে দাবি করা হয়।
রোববার প্রতিরক্ষামন্ত্রী কাতজ বলেন, “ইরান সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক। তারা গাজা, লেবানন, সিরিয়া ও পশ্চিম তীরজুড়ে উগ্রবাদীদের অর্থায়ন করছে। তাদের চূড়ান্ত লক্ষ্য হলো ইসরায়েলকে ধ্বংস করা।”
তিনি আরও বলেন, “ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করতে ইসরায়েল প্রয়োজনে সব ধরনের পদক্ষেপ নেবে। পাশাপাশি ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে।”
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস হঠাৎ করে ইসরায়েলে হামলা চালায়, যাতে প্রায় ১,২০০ জন নিহত হন এবং দুই শতাধিক মানুষকে জিম্মি করা হয়। ওই হামলার পর ইসরায়েল গাজায় পাল্টা অভিযান শুরু করে। চলমান সংঘাতে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ এবং আহত হয়েছেন লক্ষাধিক।