পবিত্র হজ পালন করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলমান সৌদি আরবের মক্কায় সমবেত হয়েছেন। আজ বুধবার (৮ জিলহজ) ইহরাম বেঁধে তারা মিনায় অবস্থান করছেন। এর মধ্য দিয়ে শুরু হলো পবিত্র হজের মূল কার্যক্রম।
গতকাল মঙ্গলবার (৭ জিলহজ) থেকেই অনেকে মিনার উদ্দেশে রওনা দিয়েছেন। আজ জোহরের নামাজের আগেই মিনায় পৌঁছানো সুন্নত। মিনায় হজযাত্রীরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং রাতে তাঁবুতে অবস্থান করবেন। সেখানেই তারা তালবিয়া, জিকির, কোরআন তিলাওয়াত ও দোয়া-মোনাজাতে সময় কাটাবেন।
আগামীকাল বৃহস্পতিবার (৯ জিলহজ) ফজরের নামাজ পড়ে হাজিরা যাবেন আরাফাতের ময়দানে। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দিনের শুরু হবে আরাফাতে অবস্থান দিয়ে। সারাদিন সেখানে ইবাদত, দোয়া ও খুতবা শোনার মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সূর্যাস্ত পর্যন্ত পুরো আরাফাত ময়দান ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর থাকবে।
এরপর হাজিরা মুজদালিফায় গিয়ে রাত কাটাবেন। সেখান থেকে পাথর সংগ্রহ করে পরদিন শয়তানকে নিক্ষেপ করবেন। এরপর সাঈ, তাওয়াফ এবং দমে শোকর আদায় করে শেষ হবে পাঁচ দিনব্যাপী হজের কার্যক্রম।
চলতি বছর বাংলাদেশ থেকে হজ করতে গেছেন ৮৭,১০০ জন। ২৯ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত বিমানের ১১৮টি, সৌদি এয়ারলাইন্সের ৮০টি এবং ফ্লাইনাসের ৩৪টি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছেছেন।
সৌদি আরবের কর্তৃপক্ষ হজযাত্রীদের সুবিধার্থে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আরাফাত, মুজদালিফা ও মিনার রাস্তাগুলোতে ঠান্ডা রাস্তার প্রযুক্তি ব্যবহার করে পরিবেশকে আরও সহনীয় করা হয়েছে।