ইসরায়েলি হামলায় গাজার নতুন প্রধানমন্ত্রী নিহত ! ফিলিস্তিনের গাজা উপত্যকার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। গত ১৮ মার্চ সাবেক প্রধানমন্ত্রী ইশাম দা-লিসকে হত্যার পর তিনি এ পদে দায়িত্ব নেন।
রোববার (২৩ মার্চ) রাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলাতেই ইসমাইল বারহুম নিহত হন। তিনি মাত্র কয়েকদিন আগেই গাজার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন।
হামাস ইসমাইল বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সংগঠনটি জানায়, ইসমাইল বারহুম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেখানেই তাকে হত্যা করা হয়।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ হামলার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইসরায়েলি বাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেতের সহায়তায় দক্ষিণ গাজার খান ইউনিসে ইসমাইল বারহুমকে ‘সফলভাবে’ হত্যা করা হয়েছে।
এই হামলার একটি ভিডিও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এবং বিবিসি অ্যারাবিতে প্রকাশিত হয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, আলজাজিরার এক সাংবাদিক নাসের হাসপাতালের সামনে থেকে লাইভ সম্প্রচারের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই সেখানে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
হামলায় আগুন ধরে যায় এবং আরও আটজন আহত হন। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এদিকে, ইসমাইল বারহুমের মৃত্যুতে ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক দল এবং জনগণ গভীর শোক প্রকাশ করেছে।
হামাসসহ অন্যান্য সংগঠনরা এ হত্যাকে ‘ইসরায়েলের নির্লজ্জ অপরাধ’ হিসেবে উল্লেখ করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে প্রতিবাদ জানাতে আহ্বান জানিয়েছে।
ফিলিস্তিনিরা দাবি করেছেন, ইসরায়েল এই ধরনের হামলা চালিয়ে তাদের নেতৃত্বকে নষ্ট করতে চাচ্ছে, যাতে তাদের প্রতিরোধ সক্ষমতা দুর্বল হয়।
হামলায় আহতদের মধ্যে অনেকেই গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া, ইসরায়েলি বাহিনীর হামলার পর গাজার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই হামলার নিন্দা জানিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে।
(সূত্র: একুশে টেলিভিশন)