নানা সংকটের মাঝেও বিদেশি বিনিয়োগে আশাব্যঞ্জক অগ্রগতি দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়ে দাঁড়িয়েছে ৮৬৫ মিলিয়ন ডলারে, যা আগের প্রান্তিকের তুলনায় ৭৬.৩১% এবং গত বছরের একই সময়ের তুলনায় ১১৪.৩১% বেশি।
খাতসংশ্লিষ্টদের মতে, গত ১১ মাসে সরকার বিনিয়োগ আকর্ষণে নানা পদক্ষেপ নিয়েছে, সভা-সেমিনার আয়োজন করেছে, এবং বিনিয়োগকারীদের মতামতকে গুরুত্ব দিয়ে কিছু কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। তারা মনে করেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও একটি নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণ এই ধারা আরও জোরদার করবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইক্যুইটি বিনিয়োগ বেড়ে ২৬৬ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের প্রান্তিকের তুলনায় দ্বিগুণ এবং বছরে ব্যবধানে ১১৯.৭৫% বেশি। তবে পুনর্বিনিয়োগ কমেছে ৪০.২৩% এবং আন্তঃকোম্পানি ঋণের বিনিয়োগে রেকর্ড ১১৭০% প্রবৃদ্ধি দেখা গেছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী ফেসবুকে এক পোস্টে জানান, বছরের প্রথম তিন মাসে নিট এফডিআই হয়েছে ১০ হাজার ৫০০ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণ। আর গত ছয় মাসে এফডিআই দাঁড়িয়েছে ১৬ হাজার ৫০০ কোটি টাকায়, যা আগের সরকারের শেষ ছয় মাসের তুলনায় দ্বিগুণ।