নোটিশ:
শিরোনামঃ
বিজিবির পা ধরে ক্ষমা চাইলো বিএসএফ: আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভোটাধিকার প্রয়োগের সুযোগ ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী দেশীয় প্রযুক্তিতে রেল টার্ন টেবিল উদ্ভাবন করে আন্তর্জাতিক সম্মান পেলেন প্রকৌশলী তাসরুজ্জামান বাবু ইউরোপে নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয় সরাসরি ট্রেন চালুর দাবিতে সড়ক অবরোধ: লালমনিরহাটে আন্দোলন তীব্র উপদেষ্টাদের এপিএস-পিও’র দুর্নীতির খোঁজে মাঠে নেমেছে দুদক ইরানে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৪০, আহত ১২০০, নেপথ্যে ইসরায়েল জাবিতে হামলার ঘটনায় ২৫৯ ছাত্রলীগ কর্মী বহিষ্কার, ৯ শিক্ষক বরখাস্ত আন্ডারওয়ার্ল্ডের নতুন কৌশল: ‘মব’ সৃষ্টি করে শীর্ষ সন্ত্রাসীদের আধিপত্য

বিএসএফের বাধায় ছিটমহলে থমকে আছে উচ্চগতির ইন্টারনেট সংযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৩৩ বার দেখা হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের মানুষ এখনো বঞ্চিত উচ্চগতির ইন্টারনেট সুবিধা থেকে। সেখানে অপটিক্যাল ফাইবার কেবল সংযোগ স্থাপনে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নানা অজুহাতে তারা কেবল সংযোগে বাধা দিয়ে আসছে। ফলে ওই অঞ্চলের মানুষকে অতিরিক্ত খরচে ধীরগতির মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে হচ্ছে, যা অনেক সময় সম্পূর্ণ বন্ধও থাকে।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ সম্মেলনে দহগ্রাম-আঙ্গরপোতায় অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপনের প্রস্তাব পুনরায় উত্থাপন করা হয়। তবে বিএসএফ তা নাকচ করে দেয়, যুক্তি দেখায় এতে সীমান্ত এলাকার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। যদিও নিরাপত্তা বিঘ্নের কী আশঙ্কা রয়েছে, সে বিষয়ে তারা কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি।

অন্যদিকে, ছিটমহল বিনিময়ের পর ভারতের অংশে দেশটি ব্যাপক অবকাঠামো উন্নয়ন করেছে। বাংলাদেশের পক্ষ থেকে এসব উদ্যোগে কোনো আপত্তি তোলা হয়নি। কিন্তু দহগ্রামে ব্রডব্যান্ড সংযোগ স্থাপনের মতো মৌলিক সুবিধা দিতে গেলেই প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বিএসএফ। সংশ্লিষ্টরা মনে করছেন, শেখ হাসিনা সরকারের দুর্বল কূটনৈতিক অবস্থান এ সমস্যার একটি বড় কারণ।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক জানিয়েছেন, “আমরা সরকারকে কেবল সংযোগ দেওয়ার সুপারিশ করেছি। অনুমতি মিললেই দ্রুত সংযোগ দিতে পারব।”

বর্তমানে পাটগ্রাম পর্যন্ত অপটিক্যাল ফাইবার সংযোগ রয়েছে। কিন্তু সেখান থেকে দহগ্রামে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না বিএসএফের আপত্তির কারণে। এতে ছিটমহলের জনগণ ভিডিও কল, অনলাইন ক্লাস, ডিজিটাল সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অধিক খরচে সীমিত ইন্টারনেট ব্যবহারের ফলে যোগাযোগ ব্যয়ও বেড়ে যাচ্ছে।

বিজিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিএসএফের সঙ্গে আলোচনার প্রক্রিয়া এখনো চলমান। এখনো তাদের সম্মতি পাওয়া যায়নি। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে উচ্চ পর্যায়ে আরও কূটনৈতিক তৎপরতা প্রয়োজন বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT