খরার কবলে পড়া মরক্কোয় ঈদুল আযহায় কোরবানি না করার আহ্বান - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বুটেক্স স্পিনার্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হল ‘স্পিনার্স ফিয়েস্তা ৩.০’ বছরজুড়ে ডেঙ্গুর হুমকি: টিকা আবিষ্কার হলেও কেন এখনো বাংলাদেশে ব্যবহার হচ্ছে না? ১৩ নভেম্বর ঘিরে নিরাপত্তা জোরদার, সারাদেশে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাবি জিয়া পরিষদের সভাপতির পদ হারালেন অধ্যাপক এনামুল  দেশেই হবে বিশ্বমানের বন্ধ্যত্ব চিকিৎসা, তুরস্কের বিনিয়োগে নতুন হাসপাতাল টিএফডির শিরোপা জয়, তবু বুটেক্সে অশান্তি; খেলাকেন্দ্রিক সংঘাতে তদন্ত শুরু ট্রাম্পের হুমকিতে মামদানির জবাব: উন্নয়ন তহবিল বন্ধ হলে আদালতে যাব শেকৃবিতে কর্মকর্তা–কর্মচারীকে মারধরের ঘটনায় বহিষ্কৃত ও ড্রপআউট ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী প্রভা

খরার কবলে পড়া মরক্কোয় ঈদুল আযহায় কোরবানি না করার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮২ বার দেখা হয়েছে
একজন নারী ঈদুল আযহা উৎসবের আগে মরক্কোর ওুজদা শহরের একটি পশুর হাট থেকে একটি ভেড়া কিনছেন, ১১ সেপ্টেম্বর ২০১৬, ছবি: রয়টার্স
একজন নারী ঈদুল আযহা উৎসবের আগে মরক্কোর ওুজদা শহরের একটি পশুর হাট থেকে একটি ভেড়া কিনছেন, ১১ সেপ্টেম্বর ২০১৬, ছবি: রয়টার্স

খরার কবলে পড়েছে মরক্কো। মরক্কোর রাজা মোহাম্মদ ষষ্ঠ বুধবার নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন যে, চলতি বছরের ঈদুল আযহায় ভেড়া কোরবানি থেকে বিরত থাকতে হবে, কারণ দীর্ঘমেয়াদি খরার ফলে দেশের গবাদিপশুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

এবারের ঈদুল আযহা জুন মাসে অনুষ্ঠিত হবে। ইব্রাহিম (আঃ) আল্লাহর নির্দেশে নিজের পুত্রকে কোরবানি করার প্রস্তুতির স্মরণে ঈদুল আযহা পালন করা হয়। মুসলমানরা এই উপলক্ষে সাধারণত ভেড়া বা ছাগল কোরবানি করে, যার মাংস পরিবারের সদস্যদের মধ্যে ভাগ করা হয় এবং দরিদ্রদের দান করা হয়।

সরকারি পরিসংখ্যান অনুসারে, টানা খরার কারণে ২০২৫ সালে মরক্কোর গবাদিপশুর সংখ্যা ৯ বছর আগের সর্বশেষ জনগণনার তুলনায় ৩৮% হ্রাস পেয়েছে।

“আপনাদের এই ধর্মীয় বিধান পালনের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি বজায় রেখেও আমাদের অবশ্যই দেশের জলবায়ু ও অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর কথা বিবেচনা করতে হবে, যা গবাদিপশুর সংখ্যা ব্যাপক হ্রাসের দিকে নিয়ে গেছে,” রাজা এক চিঠিতে বলেছেন, যা তার পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী আহমেদ তৌফিক রাষ্ট্রীয় টেলিভিশন আল-ওউলা-তে পড়ে শোনান।

তিনি আরও বলেন, “এই কঠিন পরিস্থিতিতে এই বিধান পালন করা আমাদের জনগণের একটি বিশাল অংশ, বিশেষ করে সীমিত আয়ের মানুষের জন্য উল্লেখযোগ্য ক্ষতি বয়ে আনবে।”

এ বছর গড় বৃষ্টিপাত গত ৩০ বছরের তুলনায় ৫৩% কম ছিল, যার ফলে গবাদিপশুর জন্য প্রয়োজনীয় চারণভূমির সংকট তৈরি হয়েছে। মাংস উৎপাদন কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়ে গেছে এবং জীবিত গরু, ভেড়া ও লাল মাংসের আমদানি বৃদ্ধি পেয়েছে।

সম্প্রতি মরক্কো অস্ট্রেলিয়া থেকে ১,০০,০০০ পর্যন্ত ভেড়া আমদানির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।

২০২৫ সালের বাজেটে মরক্কো গবাদিপশু, ভেড়া, উট এবং লাল মাংসের আমদানি শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) স্থগিত করেছে, যাতে দেশীয় বাজারে মূল্য স্থিতিশীল রাখা যায়।

সূত্র: রয়টার্স

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT