কুবিতে আইইএলটিএস প্রস্তুতি বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসী তাণ্ডব, র‍্যাবের ডিএডি নিহত তারেক রহমান: জুলাই গণ অভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য নতুন বিভাগ হবে ২০২৬ হজের জন্য হজযাত্রীদের টিকাদান কার্যক্রম শুরু আলিফ হত্যা মামলা- চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল: উচ্চপর্যায় বৈঠকে অগ্রগতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চাইছে আইসিসি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সাত ভারতীয় সেনা আহত

কুবিতে আইইএলটিএস প্রস্তুতি বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ বার দেখা হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির উদ্যোগে এবং এডিটজ আইটি ইনস্টিটিউটের সহযোগিতায় আইইএলটিএস প্রস্তুতি বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের ইংরেজি দক্ষতা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রিসার্চ সোসাইটির উদ্যোগে এবং এডিটজ আইটি ইনস্টিটিউটের সহযোগিতায় ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) প্রস্তুতি বিষয়ক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের সম্মেলন কক্ষে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপে প্রশিক্ষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষার্থী ও এডিটজ আইটি ইনস্টিটিউটের আইইএলটিএস ইন্সট্রাক্টর আল-আরাফাত আমিন রাফি। তিনি অংশগ্রহণকারীদের আইইএলটিএসে উচ্চ স্কোর অর্জনের কৌশল, ব্যবহারিক দক্ষতা এবং ধাপে ধাপে প্রস্তুতিমূলক নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, নিয়মিত ইংরেজি পড়া, লেখা, শোনা ও বলার অভ্যাস গড়ে তুললে আইইএলটিএস পরীক্ষায় ভালো ফলাফল অর্জন সম্ভব, যা উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এডিটজ আইটি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা মাহি রহমান বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং ক্যারিয়ার প্রস্তুতিতে সুযোগ তৈরি করাই তাদের মূল উদ্দেশ্য। এজন্য ইংরেজি দক্ষতা, কম্পিউটার শিক্ষা, গ্রাফিক ডিজাইনসহ বিভিন্ন যোগ্যতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

রিসার্চ সোসাইটির আহ্বায়ক দিপংকর চন্দ্র দাস বলেন, শিক্ষার্থীদের গবেষণায় মনোনিবেশ, দক্ষতা উন্নয়ন এবং বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে নিতে রিসার্চ সোসাইটি নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। তিনি জানান, আজকের সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি ও আন্তর্জাতিক উচ্চশিক্ষার সম্ভাবনা সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করেছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য আরও গবেষণাবান্ধব ও দক্ষতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT