
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রামিং ও প্রবলেম সলভিংভিত্তিক কর্মশালা আয়োজন করেছে কুবি আইটি সোসাইটি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইটি সোসাইটির উদ্যোগে প্রোগ্রামিং ও সমস্যা সমাধানভিত্তিক ‘স্টার্ট ইয়োর প্রবলেম সলভিং জার্নি উইথ ফাইট্রন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশ নেন এড-টেক প্ল্যাটফর্ম ফাইট্রন-এর ম্যানেজার ইমদাদুল হক ও সিনিয়র সিএস ইনস্ট্রাক্টর মাহমুদ হোসাইন পিয়াস। এছাড়া প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও কর্মশালায় অংশ নেন। হাতে-কলমে সেশন পরিচালনার মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রোগ্রামিংয়ের ভিত্তিমূল, সমস্যা সমাধানের কৌশল, ক্যারিয়ার পরিকল্পনা, আধুনিক টেকনোলজি লার্নিং রোডম্যাপ এবং প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ের প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
কর্মশালায় ইমদাদুল হক বলেন, “প্রোগ্রামিং এমন একটি বিষয়, যেটি একবার উপভোগ করতে পারলে তা বারবার করতে ইচ্ছা করে—গেমিংয়ের মতোই আকর্ষণীয় হয়ে ওঠে। এজন্য মনোযোগ ধরে রেখে ধারাবাহিকভাবে অনুশীলন করতে হবে। বিশ্ববিদ্যালয় জীবনে পরীক্ষা বা ক্লাব কার্যক্রম থাকলেও প্রোগ্রামিংচর্চা সবারই করা প্রয়োজন।”
আইটি সোসাইটির সাধারণ সম্পাদক মেহরাব হোসেন শাকিব বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টেক-ইন্টারেস্ট বৃদ্ধি, স্কিল ডেভেলপমেন্ট ও প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ে যুক্ত করতে আমরা নিয়মিত আয়োজনে বিশ্বাসী। এটি আমাদের ২০২৫-২৬ কমিটির প্রথম সেমিনার। ফাইট্রনের সঙ্গে যৌথভাবে আমরা জাতীয় পর্যায়ের একটি হ্যাকাথন আয়োজনের পরিকল্পনা করছি। পাশাপাশি তিন মাস মেয়াদি কম্পিটিটিভ প্রোগ্রামিং বুটক্যাম্প চালুর প্রস্তুতিও চলছে।”