কুবিতে উদ্যোক্তা মেলা - বাস্তব ব্যবসায়িক ধারণা অর্জনে শিক্ষার্থীদের উৎসাহ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসী তাণ্ডব, র‍্যাবের ডিএডি নিহত তারেক রহমান: জুলাই গণ অভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য নতুন বিভাগ হবে ২০২৬ হজের জন্য হজযাত্রীদের টিকাদান কার্যক্রম শুরু আলিফ হত্যা মামলা- চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল: উচ্চপর্যায় বৈঠকে অগ্রগতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চাইছে আইসিসি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সাত ভারতীয় সেনা আহত

কুবিতে উদ্যোক্তা মেলা – বাস্তব ব্যবসায়িক ধারণা অর্জনে শিক্ষার্থীদের উৎসাহ

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার দেখা হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা উন্নয়ন কোর্সের অংশ হিসেবে শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত মেলা বাস্তব ব্যবসায়িক ধারণা ও পণ্য উদ্ভাবনে নতুন অভিজ্ঞতা দিয়েছে অংশগ্রহণকারীদের।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ‘উদ্যোক্তা উন্নয়ন’ কোর্সের অংশ হিসেবে একটি উদ্যোক্তা মেলার আয়োজন করেছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে শিক্ষার্থীদের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

মেলা পরিদর্শনে জানা যায়, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে এসে বাস্তব ব্যবসায়িক ধারণা তৈরি, পরিকল্পনা নির্ধারণ ও উপস্থাপনার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছে। সাতটি দলীয় স্টলে বিভাগটির প্রায় ৫৩ জন শিক্ষার্থী অংশ নেন। তারা নিজেদের ব্যবসায়িক ধারণা উপস্থাপন এবং বিভিন্ন পণ্য বিক্রি করেন।

স্টলগুলোতে খাবার, জুয়েলারি, রূপচর্চার সামগ্রীসহ বিভিন্ন পণ্য ছিল। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা–কর্মচারীরা ক্রেতা হিসেবে মেলায় অংশ নেন।

দলের স্টলে অংশ নেওয়া ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মংক্যএ মারমা বলেন, “আমরা প্রথমবারের মতো কুবিতে পাহাড়ি খাবার এনেছি মানসম্মত ও সুলভ মূল্যে। এই সেমিস্টারের কোর্সের অংশ হিসেবে একটি ছোট ব্যবসা চালু করতে হয়েছে। সে অনুযায়ী আমরা উপজাতীয় খাবার যেমন চিকেন স্টিক, ব্যাম্বু চিকেন, চিকেন লাকসু ইত্যাদি মেনুতে রেখেছি। এগুলোর চাহিদা ভালো হওয়ায় ক্রেতাদের সাড়া পাচ্ছি।”

আরেক শিক্ষার্থী সাদিয়া আক্তার বলেন, “কোর্সের অংশ হলেও আমরা অনেক কিছু শিখতে পারছি। বইয়ে শেখা জ্ঞান বাস্তবে প্রয়োগের সুযোগ হয়েছে। কীভাবে একটি ছোট ব্যবসা দাঁড় করাতে হয়—সেটা ভবিষ্যতের জন্য কাজে দেবে। এখন চাকরির বাজার কঠিন; তাই ছোট ব্যবসা দিয়ে টিকে থাকার কৌশলও শেখা হচ্ছে।”

উদ্যোক্তা উন্নয়ন কোর্সের শিক্ষক সহকারী অধ্যাপক তমা সাহা বলেন, “শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা দেওয়াই ছিল আমাদের লক্ষ্য। কোর্সটিকে প্রাণবন্তভাবে উপস্থাপন করার জন্যই এ মেলার আয়োজন করেছি। উদ্যোক্তা তৈরি করাই এ কোর্সের প্রধান উদ্দেশ্য। তাই পাবলিক প্ল্যাটফর্মে তাদের কাজের অভিজ্ঞতা জরুরি। আমরা দেখানোর চেষ্টা করেছি—কীভাবে মুনাফা গণনা করতে হয় এবং কতটুকু লাভ না হলে ব্যবসা ক্ষতির মুখে পড়তে পারে।”

মেলা পরিদর্শনে এসে বিভাগীয় প্রধান মো. এমদাদুল হক বলেন, “ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা নতুন পণ্য উদ্ভাবন বা ক্ষুদ্র ব্যবসা পরিচালনায় আইডিয়া জেনারেশন, কনসেপ্ট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, বিজনেস অ্যানালাইসিসসহ নানা ধাপ প্রয়োগিকভাবে শেখার সুযোগ পাবে। এমন আয়োজন আরও বড় পরিসরে হলে তরুণদের আংশিক বেকারত্ব কমবে।”

উল্লেখ্য, প্রতিবছর ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা উদ্যোক্তা উন্নয়ন কোর্সের অংশ হিসেবে এ মেলার আয়োজন করে থাকে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT