ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনসীমা নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তির শুনানি শুরু হয়েছে। রবিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম দিনের শুনানিতে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা দেখা দেয়।
শুনানির এক পর্যায়ে পক্ষে ও বিপক্ষে উপস্থিতরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন, যার ফলে কক্ষের ভেতর হট্টগোল ছড়িয়ে পড়ে। ইসির সিনিয়র সচিবের অনুরোধে উভয়পক্ষ শুনানি কক্ষ ত্যাগ করেন। পরে ইসি সচিব উক্ত আসনের শুনানির সমাপ্তি ঘোষণা করেন।
খসড়ার পক্ষে যুক্তি তুলে ধরেন বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা, অন্যদিকে স্থানীয় কয়েকজন প্রতিনিধি খসড়ার বিপক্ষে অবস্থান নেন। তারা অভিযোগ করেন, বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়ন (বুধস্তি, চান্দুয়া ও হরষপুর) ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়েছে, যা তাদের উপজেলা বিভক্ত করছে।
শুনানির ভেতরে যেমন বিশৃঙ্খলা হয়, বাইরে নির্বাচন ভবনের সামনেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে এবং সামনে জলকামান প্রস্তুত রাখা হয়।
শুনানির শুরুতে সিইসি বলেন, ইসি আইন অনুযায়ী নিরপেক্ষভাবে কাজ করেছে এবং খসড়া সীমানা নিয়ে যৌক্তিক দাবি-আপত্তি শোনার সুযোগ দেওয়া হয়েছে।