যুক্তরাষ্ট্রের শুল্কারোপ -এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্কারোপের ঘোষণা দেওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। স্থানীয় সময় মঙ্গলবার (৪ মার্চ) থেকে এই শুল্কারোপ কার্যকর হতে যাচ্ছে বলে বিবিসির লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে।
মার্কিন সিদ্ধান্তের কড়া সমালোচনা করে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা নিজেদের স্বার্থ ও অধিকার রক্ষায় উপযুক্ত পাল্টা ব্যবস্থা নেবে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে ‘একতরফাবাদী ও হুমকিস্বরূপ’ বলেও অভিহিত করেছে দেশটি। তবে চীন কী ধরনের পাল্টা ব্যবস্থা নেবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) জানিয়েছে, ২০২৩ সালে ফেন্টানিলের কারণে দেশটিতে ৭২ হাজার ৭৭৬ জনের মৃত্যু হয়েছে। এই মাদক পাচারের জন্য চীনকে দায়ী করে আসছে ওয়াশিংটন। তবে বরাবরই এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে বেইজিং।
এ ছাড়া ট্রাম্প কানাডা ও মেক্সিকো থেকে আমদানি হওয়া পণ্যের ওপরও ২৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছেন, যা একই দিনে কার্যকর হতে যাচ্ছে। মাদক পাচার ও অবৈধ অভিবাসন রোধ করতেই এই শুল্কারোপ করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
বিশ্লেষকদের মতে,যুক্তরাষ্ট্রের শুল্কারোপ -এর জন্য যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে, যা বিশ্ববাজারেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে প্রযুক্তি ও কৃষিপণ্য খাতে এই বাণিজ্যযুদ্ধের প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দুই পরাশক্তির এই বিরোধ ভূ-রাজনৈতিক অস্থিরতাও বাড়িয়ে তুলতে পারে।