প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক আজ রাতে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী সাবেক সেনাকর্মকর্তার জবানিতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর প্রকৃত চিত্র কাতার–সৌদি মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সংঘাত ‘আপাতত স্থগিত’ করল আফগানিস্তান পাকিস্তান আবারও আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে আফগান বাহিনী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বালিয়াকান্দিতে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক কুবির তিন শিক্ষার্থী নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সে পুরস্কার জয়ী রাজবাড়ীর কালুখালীর গুণী সংগীতশিল্পী জাহিদ হাসানের মৃত্যু

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক আজ রাতে

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৭৩ বার দেখা হয়েছে

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ ও গুঞ্জনের মধ্যে আজ রাতে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার রাত সাড়ে ৮টায় ঢাকায় তার সরকারি বাসভবন ‘যমুনা’য় জামায়াত নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শুক্রবার দলটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, শনিবার রাত ৮টার দিকেই মূল বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি নেতারাও ‘যমুনা’য় আমন্ত্রিত থাকলেও তারা বৈঠকে যোগ দেবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। শুক্রবার রাতে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে অংশগ্রহণের বিষয়টি পরে জানানো হবে।

প্রসঙ্গত, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগেই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়েছিল। এরপর মৌখিকভাবে তাদের জানানো হয়, শনিবার রাতে বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন।

অন্যদিকে, জামায়াত মনে করে, প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয়। বরং ড. ইউনূসের নেতৃত্বেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে তারা মনে করে। এ ছাড়া, চলমান সংকট নিরসনে প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানানোর কথাও জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT