বাংলাদেশ থেকে কানাডায় পাচার হওয়া অর্থ ফেরানোর জন্য কানাডা সরকারের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা কামনা করেন।
অধ্যাপক ইউনূস অভিযোগ করেন যে, স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে অলিগার্ক ব্যবসায়ী, তার ঘনিষ্ঠ সহযোগী এবং রাজনৈতিক ব্যক্তিরা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে। বিশেষ করে কানাডার টরন্টোর ‘বেগম পাড়া’ এলাকায় সম্পদ কেনার মাধ্যমে এসব অর্থ পাচার করা হয়েছে। তিনি পাচারকৃত সম্পদ শনাক্ত, জব্দ এবং পুনরুদ্ধারে কানাডার সহায়তা চান।
হাইকমিশনার অজিত সিং বাংলাদেশ সরকারের এই প্রচেষ্টাকে স্বাগত জানান এবং কানাডার পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন। তিনি জানান, কানাডা ইতোমধ্যে পাচারকৃত অর্থ চিহ্নিত ও জব্দ করতে একটি প্রক্রিয়া চালু রেখেছে।
কানাডার হাইকমিশনার জানান, কানাডা বাংলাদেশের সাথে বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বাড়াতে আগ্রহী। তিনি জানান, শিগগিরই কানাডার একজন মন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন।
অধ্যাপক ইউনূস কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে তার পূর্বের বৈঠকের কথা স্মরণ করেন এবং বলেন, ঢাকা আরও বেশি কানাডীয় বিনিয়োগ প্রত্যাশা করছে। তিনি কানাডীয় কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা স্থানান্তরের আহ্বান জানান।
অধ্যাপক ইউনূস উল্লেখ করেন যে বহু বাংলাদেশি বর্তমানে কানাডায় বসবাস ও পড়াশোনা করছে। তাই ঢাকায় কানাডার একটি ভিসা অফিস স্থাপন করা প্রয়োজন।
বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
Leave a Reply