
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) সায়েন্স ক্লাবের কার্যনির্বাহী কমিটি ২০২৫–২৬ গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তাসমিয়া বিনতে ফায়জুর। সাধারণ সম্পাদক হয়েছেন একই ব্যাচের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পিয়াস কুমার সরকার।
বুধবার (১২ নভেম্বর) ক্লাবের মডারেটর শেখ মোহাম্মদ রাফির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন তৌসিফ শিকদার আবিদ, আরাফ তাহমিদ, মো. মোসাদ্দেক রাশিদ মোল্লা, মারুফা কামাল রিনি, নাইমুল হাসান নাঈম, তৌহিদুল ইসলাম শিশির ও মো. মুনতাসির আল মারুফ।
দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় সভাপতি তাসমিয়া বিনতে ফায়জুর বলেন, “বুটেক্স সায়েন্স ক্লাবের দায়িত্ব পাওয়া আমার জন্য বড় সুযোগ। এই ক্লাব আমাদের ক্লাসরুমের বাইরে ভাবতে, বিজ্ঞান ও গবেষণার জগৎ নতুনভাবে দেখতে উৎসাহ দিয়েছে। আমি চাই ক্লাবটি এমন এক জায়গা হোক, যেখানে সবাই নিজের চিন্তাগুলো বাস্তবে রূপ দিতে অনুপ্রাণিত হবে।”
সাধারণ সম্পাদক পিয়াস কুমার সরকার বলেন, “আমার লক্ষ্য হবে ক্লাবটিকে আরও উদ্ভাবন, গবেষণা ও টিমওয়ার্কের মাধ্যমে এগিয়ে নেওয়া। আমি চাই ক্লাব এমন একটি প্ল্যাটফর্ম হোক, যেখানে প্রত্যেক সদস্য নিজের ভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে পারে।”
উল্লেখ্য, গত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি ছিলেন ৪৬তম ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. নাহিদ হাসান তালুকদার এবং সাধারণ সম্পাদক ছিলেন একই ব্যাচের টেক্সটাইল মেশিনারী ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স বিভাগের শিক্ষার্থী হোসাইন আল আশরাফ।