বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শুরু হয়েছে বুটেক্স সাহিত্য সংসদ আয়োজিত পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব ‘অরণ্যের সুর ~ ফোক ফেস্ট ২.০’। আমেজময় এই উৎসব শুরু হয়েছে ১২ অক্টোবর এবং চলবে ১৬ অক্টোবর পর্যন্ত।
পাঁচ দিনব্যাপী এই উৎসবের বিস্তারিত কর্মসূচি প্রকাশ করা হয়েছে, যেখানে সাহিত্য, নাটক, চলচ্চিত্র ও সংগীতসহ নানা সাংস্কৃতিক আয়োজন থাকছে।
১২ অক্টোবর (রবিবার) বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে পাঠচক্র ও সাহিত্য কথনের মাধ্যমে উৎসবের সূচনা হয়। ১৩ অক্টোবর (সোমবার) বুটেক্সের কদমতলায় অনুষ্ঠিত হবে পথনাটক। ১৪ অক্টোবর (মঙ্গলবার) বুটেক্স অডিটরিয়ামে থাকবে থিয়েটার কর্মশালা ‘হাতে খড়ি’। ১৫ অক্টোবর (বুধবার) প্রদর্শিত হবে শর্টফিল্ম।
১৬ অক্টোবর (বৃহস্পতিবার) উৎসবের শেষ দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে একাধিক অনুষ্ঠান আয়োজন করা হবে। দুপুরে মেলা উদ্বোধন ও ডিপার্টমেন্টাল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকালে থাকবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যায় অতিথিদের আলোচনা সভা এবং রাতে সাংস্কৃতিক পরিবেশনা ও ব্যান্ড পারফরম্যান্সের মাধ্যমে ফোক ফেস্ট ২.০-এর পর্দা নামবে।
বুটেক্স সাহিত্য সংসদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী সৌরভ চৌহান বলেন, “বুটেক্স সাহিত্য সংসদ সবসময়ই বাংলার সাহিত্য ও সংস্কৃতি চর্চাকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবারে আমরা আয়োজন করছি ‘অরণ্যের সুর ~ ফোক ফেস্ট ২.০’। শিক্ষার্থীরা লোকসাহিত্য ও লোকসংস্কৃতির ছোঁয়া পাবে, পাশাপাশি তাদের সৃজনশীলতা প্রকাশের সুযোগও তৈরি হবে।”
বুটেক্স সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী অর্পণ সাহা বলেন, “‘অরণ্যের সুর – ফোক ফেস্ট ২.০’ আমাদের কাছে শুধুই একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের নিজেদের তৈরি উৎসব। সারা বছর আমরা এই আয়োজনের জন্য অপেক্ষা করি। আশা করছি, এই ফোক ফেস্ট সবাইকে সাহিত্য-সংস্কৃতির জগতে টেনে আনবে—নতুনরা অনুপ্রাণিত হবে, পুরোনোরা নিজেদের গল্প আবার খুঁজে পাবে।”
উল্লেখ্য, বুটেক্স সাহিত্য সংসদের মূলমন্ত্র হলো “সাহিত্যের সুতোয় বুনি মননের উত্তরীয়।” এই মূলমন্ত্রকে সামনে রেখেই এগিয়ে যাচ্ছে সংগঠনটি।