বুটেক্সের প্রথম সমাবর্তন ২৭ ডিসেম্বর - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসী তাণ্ডব, র‍্যাবের ডিএডি নিহত তারেক রহমান: জুলাই গণ অভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য নতুন বিভাগ হবে ২০২৬ হজের জন্য হজযাত্রীদের টিকাদান কার্যক্রম শুরু আলিফ হত্যা মামলা- চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল: উচ্চপর্যায় বৈঠকে অগ্রগতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চাইছে আইসিসি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সাত ভারতীয় সেনা আহত

বুটেক্সের প্রথম সমাবর্তন ২৭ ডিসেম্বর

মো রিফাত খান , বুটেক্স প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৫৩ বার দেখা হয়েছে

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) প্রথম সমাবর্তন আগামী ২৭ ডিসেম্বর ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ৩২–৪৪তম ব্যাচের নিবন্ধিত গ্রাজুয়েটরা।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) প্রথম সমাবর্তন আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যাত্রায় এই অনুষ্ঠানটি একটি নতুন মাইলফলক হিসেবে যুক্ত হবে।

সমাবর্তন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন “টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ” থেকে ২০১০ সালে বুটেক্স বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য অধ্যাপক মো. মাসউদ আহমেদের সময়ে প্রথম সমাবর্তনের নিবন্ধন শুরু হয়। এরপর চতুর্থ উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামানের সময় দিনক্ষণ নির্ধারণ হলেও রাজনৈতিক অস্থিরতা ও বিভিন্ন কারণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়নি। অবশেষে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনের সময়ে সমাবর্তনের চূড়ান্ত সূচি নির্ধারিত হয়েছে।

সমাবর্তনকে ঘিরে অনুভূতি জানাতে গিয়ে ৪১তম ব্যাচের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোস্তাক ফুয়াদ রহমান মাবিন বলেন, “কবি ফররুখ আহমদের কবিতার মতোই যেন সব বুটেক্স গ্রাজুয়েটদের দীর্ঘ অপেক্ষা ছিল যে কবে কাটবে অমানিশা, দেখা মিলবে সেই কাঙ্ক্ষিত সমাবর্তনের চাঁদের। অবশেষে আমাদের প্রত্যাশার প্রহর শেষ হতে যাচ্ছে আগামী ২৭ ডিসেম্বর। কালো গাউন পরে আর ক্যাপ উড়িয়ে আবারও প্রাণপ্রিয় ক্যাম্পাসে বইবে আনন্দ-উচ্ছ্বাসের ধারা।”

৪৪তম ব্যাচের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, “অত্যন্ত আনন্দিত যে বহুদিন পর এই বহুল আকাঙ্ক্ষিত সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজকরা নিশ্চয়ই সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করবেন বলে আশা করি। অনুষ্ঠানটির সফলতা কামনা করছি।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা বলেন, “দীর্ঘদিন পর বুটেক্সের প্রথম সমাবর্তন আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। যদিও আরও আগেই এটি হওয়ার কথা ছিল, নানা কারণে নির্ধারিত সময়ে সম্ভব হয়নি। সুষ্ঠুভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। শনিবার নিবন্ধিত গ্রাজুয়েটদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হবে। আমরা অনুষ্ঠানের সফল আয়োজন সম্পর্কে আশাবাদী।”

৩২তম থেকে ৪৪তম ব্যাচের নিবন্ধিত গ্রাজুয়েটরা সমাবর্তনে অংশ নিতে পারবেন। সমাবর্তন–সংক্রান্ত বিষয়ে নিবন্ধিত গ্রাজুয়েট প্রতিনিধিদের সঙ্গে আগামী ২৯ নভেম্বর (শনিবার) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT