ভূমিকম্প ঝুঁকি: ১১ দিন বুটেক্সে ক্লাস-পরীক্ষা বন্ধ, হল ছাড়ার নির্দেশ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসী তাণ্ডব, র‍্যাবের ডিএডি নিহত তারেক রহমান: জুলাই গণ অভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য নতুন বিভাগ হবে ২০২৬ হজের জন্য হজযাত্রীদের টিকাদান কার্যক্রম শুরু আলিফ হত্যা মামলা- চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল: উচ্চপর্যায় বৈঠকে অগ্রগতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চাইছে আইসিসি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সাত ভারতীয় সেনা আহত

ভূমিকম্প ঝুঁকি: ১১ দিন বুটেক্সে ক্লাস-পরীক্ষা বন্ধ, হল ছাড়ার নির্দেশ

মো রিফাত খান , বুটেক্স প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৪০ বার দেখা হয়েছে

সাম্প্রতিক ভূমিকম্প ও আফটারশকের ঝুঁকির কারণে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ১১ দিনের জন্য সব ক্লাস, পরীক্ষা ও আবাসিক হল বন্ধ ঘোষণা করেছে। ২৪ নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম আগামী ২৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী ৭ ডিসেম্বর থেকে পরবর্তী পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। ছুটিকালীন সময়ে সব আবাসিক হল বন্ধ থাকবে এবং শিক্ষার্থীদের ২৪ নভেম্বর সকাল ১১টার মধ্যে হল খালি করতে হবে।

এছাড়া শীতকালীন ছুটি এগিয়ে এনে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ছুটি শেষে ৭ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, অফিস, ক্লাস ও অ্যাকাডেমিক কার্যক্রম যথারীতি চালু হবে।

এর আগে সকালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আগত প্রকৌশলীরা জরুরি ভিত্তিতে ক্যাম্পাসের সব ভবন ও হল পরিদর্শন করেন। প্রাথমিক প্রতিবেদনে ভবন ও হলগুলোতে সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়। শহীদ আজিজ হলের ৪০১ ও ৪০৩ নম্বর কক্ষকে বসবাসের অনুপযোগী ঘোষণা করে তাৎক্ষণিক মেরামতের নির্দেশ দেওয়া হয়।

শহীদ আজিজ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আহসান হাবীব বলেন, পরপর ভূমিকম্পের কারণে বিভিন্ন হলে ফাটলসহ অবকাঠামোগত দুর্বলতা দেখা দিয়েছে। “আমরা সরেজমিনে কক্ষগুলো দেখেছি, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি এবং পরিস্থিতি মূল্যায়ন করেছি। যে কোনো পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে প্রশাসনের নির্দেশনা মানতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার,” বলেন তিনি।

সৈয়দ নজরুল ইসলাম হলের শিক্ষার্থী মো. তৌফিকুল ইসলাম বলেন, “সাম্প্রতিক ভূমিকম্পের পর থেকে হলে আতঙ্ক তৈরি হয়েছে। রাস্তা দিয়ে বড় কোনো গাড়ি গেলেই বিল্ডিং কেঁপে ওঠে। তখনই মনে প্রশ্ন জাগে—এটা কি গাড়ির কম্পন, নাকি আবার ভূমিকম্প?”

গত দুই দিনের ভূমিকম্পে বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হলের ১ম থেকে ৪র্থ তলার এক্সটেনশন অংশের দেয়ালে ফাটল, শহীদ আজিজ হলের সিলিংয়ের বিম ও পিলারে ফাটল এবং ওসমানী হলে প্লাস্টার খসে পড়ার ঘটনা ঘটে। এ অবস্থায় গতকাল রাতেই আবাসিক শিক্ষার্থীরা দলবদ্ধভাবে উপাচার্যের বাসভবনে গিয়ে অ্যাকাডেমিক কার্যক্রম ও পরীক্ষা সাময়িকভাবে বন্ধের দাবি জানান। উপাচার্য আশ্বাস দিলে তারা হলে ফিরে যান।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT