কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল ইউনিয়নের শংকুচাইল উচ্চ বিদ্যালয় মসজিদে গত ২ আগস্ট (শনিবার) এশার নামাজের দ্বিতীয় রাকাতের পর দ্বিতীয় সেজদায় নামাজরত অবস্থায় সায়মন (২৮) নামের এক মোবাইল ব্যবসায়ীর উপর ছুরিকাঘাত করা হয়। ঘটনায় আহত হন সায়মন, তিনি শংকুচাইল বাজারের মোবাইল ব্যবসায়ী ও সাবেক সেনা সদস্য আলী হায়দারের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান, বাজারের ব্যবসায়ী মোঃ সেলিম ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী সোহেল রানা জানিয়েছেন, ছুরিকাঘাতকারী সুমন (২৬) নামের এক যুবক। সায়মন সুমনকে মোবাইল বিক্রি করেছিলেন; পরবর্তীতে সে পাওনা টাকা দিতে অপারগতা ব্যক্ত করলে সুমন রাত ৮টার দিকে মসজিদে প্রবেশ করে ছুরিকাঘাত করেন এবং পালিয়ে যান।
ঘটনার পর মুসল্লিরা আহত সায়মনকে উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে যান, যেখানে এখনও তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার জানিয়েছে ।
মসজিদের ইমাম, হাফেজ কাজী মো. হানিফ লিকসন জানান, জামাতে এশা নামাজের দ্বিতীয় রাকাতের পর সাজার দ্বিতীয় অবস্থায় ঘটনাটি ঘটে। এ সময় মসজিদের ভেতর জনসমাগম থাকা সত্ত্বেও ছুরিকাঘাত করা হয়।
বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেছেন, মামলা তদন্তে যাচাই করে প্রাথমিকভাবে ছুরিকাঘাতের বিষয়টি সত্য হিসেবে পাওয়া গেছে। সুমনকে গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে