বিদেশে পড়াশোনার নামে শত কোটি টাকা আত্মসাৎ, ক্যামব্রিয়ান চেয়ারম্যান বাশার ১০ দিনের রিমান্ডে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ, পরশু ভোটগ্রহণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম–সাইদুল সড়ক সংস্কার ও রেলপথ চালুর দাবিতে উপাচার্য বরাবর ইবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান গাছের সুরক্ষায় গ্রীন ভয়েস সদস্যদের হাতে পাঁচ প্রকার সামগ্রী প্রদান করলেন অধ্যক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি আবেদন শুরু ২৯ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল সেবার সময় রাত ৮টা পর্যন্ত বাড়ানো হলো রাবিতে নবীনবরণ: শিক্ষার্থীদের সম্ভাবনা বাস্তবায়নে যুক্তি ও শৃঙ্খলার আহ্বান উপাচার্যের জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী

বিদেশে পড়াশোনার নামে শত কোটি টাকা আত্মসাৎ, ক্যামব্রিয়ান চেয়ারম্যান বাশার ১০ দিনের রিমান্ডে

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৭৬ বার দেখা হয়েছে

বাংলাদেশে শিক্ষার নামে ভয়াবহ প্রতারণার আরেক কলঙ্কজনক অধ্যায় উন্মোচিত হয়েছে। বিদেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে শত শত কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ‘ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ’ ও ‘বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক’-এর চেয়ারম্যান লায়ন এমকে বাশার। গুলশান থানায় দায়ের করা অর্থপাচার মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্ল্যাহ শুনানি শেষে এই আদেশ দেন। মামলার শুনানিতে এক পর্যায়ে বিচারক আসামির উদ্দেশে মন্তব্য করেন, “যত মামলা হয়েছে, মোকাবিলা করতে গেলে তো সারা জীবন কারাগারে কেটে যাবে।”

এর আগে সোমবার রাজধানীর ধানমন্ডির চার নম্বর রোডের একটি বাসা থেকে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম বাশারকে গ্রেপ্তার করে। মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামি বাশার, তার স্ত্রী খন্দকার সেলিমা রওশন ও ছেলে আরশ ইবনে বাশার দেশ-বিদেশে পড়াশোনার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ১৪১ জন শিক্ষার্থীর কাছ থেকে ১৮ কোটি ২৯ লাখ ৫৭ হাজার টাকা হাতিয়ে নেন। পরে জানা যায়, প্রকৃত সংখ্যা তার চেয়ে বহুগুণ বেশি।

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় পুলিশ প্রহরায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরানো অবস্থায় আদালতে হাজির করা হয় বাশারকে। তখন উত্তেজিত ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা তাকে ঘিরে কিল-ঘুষি, জুতা, পচা ডিম নিক্ষেপ করেন। কাঠগড়ায় উঠলে তার হেলমেট খুলে দেওয়া হয়। মাস্ক খুলে হাসতে থাকেন বাশার।

আদালতের শুনানিতে রাষ্ট্রপক্ষে আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, আসামি বাশার রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাকে ব্যবসার নামে ধ্বংস করেছেন। শুধু ১৪১ নয়, প্রাথমিক তদন্তেই ৫৩ কোটি টাকার প্রতারণার তথ্য মিলেছে। চূড়ান্ত তদন্তে সেই সংখ্যা আরও বাড়বে।

বাদীপক্ষের আইনজীবী জামাল উদ্দিন বলেন, ইউরোপ, আমেরিকা, কানাডায় পাঠানোর মিথ্যা লোভ দেখিয়ে বাশার ক্যামব্রিয়ান কলেজের অসংখ্য শিক্ষার্থীর জীবন শেষ করে দিয়েছেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করলেও আদালত তা নাকচ করে দেন।

শুনানিতে বিচারক বারবার বাশারকে জিজ্ঞেস করেন, “শিক্ষার্থীদের টাকা নিয়ে তাদের জীবন হুমকির মুখে ফেলে দিলেন কেন? কখনো কি আপনার সন্তানদের কথা মনে পড়েনি?” একাধিকবার জিজ্ঞাসা করা হলেও বাশার ছিলেন নিশ্চুপ।

বিচারকের প্রশ্নের উত্তরে জানান, তার ছয় সন্তান এবং দুটি বিয়ে। বিচারক বলেন, “৭০টা মামলা করেছেন। এসব সামলাতে হলে সারা জীবন জেলেই থাকতে হবে।”

শুধু আদালত প্রাঙ্গণেই নয়, বাইরে মানববন্ধন করে শিক্ষার্থী ও অভিভাবকরা বাশারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ‘ভুক্তভোগী সহস্রাধিক ছাত্রসমাজ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে কেউ বাশারের দেওয়া ভুয়া চেক দেখান, কেউ কান্নায় ভেঙে পড়েন। এক অভিভাবক সাখাওয়াত বলেন, “এমন প্রতারক মানুষ আর দেখা যায়নি। আমাদের টাকা খেয়েছে, কোনো শিক্ষার্থীকে বিদেশ পাঠায়নি।”

অপর ভুক্তভোগী তাহমিনা আক্তার মুন্নী বলেন, “বাশার আর তার লোকেরা শুধু টাকা আত্মসাৎ করেনি, মামলা করলে ভুক্তভোগীদের হত্যার হুমকিও দিচ্ছে।”

সিআইডি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি ভুয়া বিজ্ঞাপন ও ভিসা প্রসেসিংয়ের মাধ্যমে সরাসরি অফিস ও ব্যাংকের মাধ্যমে কোটি কোটি টাকা সংগ্রহ করে। তদন্তে দেখা গেছে, অনেক শিক্ষার্থীর নামে কোনো বিদেশি প্রতিষ্ঠানে আবেদনই করা হয়নি। কেউ বিদেশে গিয়েও ভয়াবহ প্রতারণার শিকার হয়েছেন। এসব অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবে তুলে স্থাবর সম্পত্তি, ব্যবসা ও অবৈধ লেনদেনে ব্যবহার করেছেন বাশার।

এ ঘটনায় সারাদেশে একাধিক মামলা হয়েছে। রিমান্ডে নিয়ে চক্রটির পুরো নেটওয়ার্ক ও মানি লন্ডারিং চক্রের তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT