রাজবাড়ী থেকে পদ্মা সেতু হয়ে গুলিস্তান পর্যন্ত বিআরটিসির বাস সার্ভিস চালু - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লিখছে এআই, ঘুমাচ্ছে মস্তিষ্ক নবীজিকে কটূক্তির অভিযোগে বাবা-ছেলে আটক, উত্তপ্ত লালমনিরহাট সৌন্দর্যবর্ধন প্রকল্পের পর্যালোচনায় ১৪ সদস্যের কমিটি গঠন নজরুল বিশ্ববিদ্যালয়ে যুদ্ধের বাজি খেলায় ট্রাম্প: বিজয় না বিপর্যয়? অ্যাকাডেমিক ও প্রশাসনিক সংস্কারসহ ১২৫ দফা রাবি ছাত্রশিবিরের ইরানে হামলায় যুক্তরাষ্ট্রে তীব্র প্রতিক্রিয়ার মুখে ট্রাম্প ভারতে নারীদের একাকী ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র আকাশপথে আঘাত, পাতালে প্রতিরোধ: ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের এক বিপজ্জনক সন্ধিক্ষণ মার্কিন হামলার পরও তেজস্ক্রিয়তা বাড়েনি: জাতিসংঘ পরমাণু সংস্থা (IAEA) ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে রাবির বড় অগ্রগতি

রাজবাড়ী থেকে পদ্মা সেতু হয়ে গুলিস্তান পর্যন্ত বিআরটিসির বাস সার্ভিস চালু

জাহিদুর রহিম মোল্লা (রাজবাড়ী থেকে)
  • আপডেট সময় শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৩১ বার দেখা হয়েছে

রাজবাড়ী থেকে ভায়া পদ্মা সেতু হয়ে রাজধানী ঢাকার গুলিস্তান পর্যন্ত ঈদ স্পেশাল বিআরটিসি (এসি)বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার(৬জুন) সকালে শ্রীপুর বাস স্ট্যান্ডের এ বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও ফিতা কেটে বাস সার্ভিসের উদ্বোধন করেন বিআরটিসি’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার কামরুল ইসলাম বক্তব্য দেন। এছাড়া ডিবিসি ও বাংলাদেশ প্রতিদিনের রাজবাড়ী জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাসসহ অনেকেই বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে বিআরটিসির চেয়ারম্যান(অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা বলেন, ‘রাজবাড়ীবাসীর দীর্ঘদিনের দাবি ছিল রাজবাড়ী থেকে পদ্মা সেতু হয়ে গুলিস্তান পর্যন্ত বিআরটিসির বাস সার্ভিস চালু হওয়া। আমরা রাজবাড়ী বাসীর সেই আকাঙ্ক্ষা পূরণ করতে যাচ্ছি। বিআরটিসির প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠান।’
তিনি বলেন, ‘আমরা রাজবাড়ীতে বিআরটিসির একটি ডিপো স্থাপন করবো। এ ব্যাপারে রাজবাড়ী জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে।’ তিনি ডিপোর করার জন্য জায়গার ব্যবস্থা করে দিলে বিআরটিসি’র ডিপোর কাজ শুরু করা যাবে বলে তিনি আশা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপপরিচালক (স্থানীয় সরকার) মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারিফ উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ বৈদ্য, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, রাজবাড়ীর নতুন বাজার (মুরগীর ফার্ম) থেকে নিয়মিত সকাল সাড়ে ৬টায় ছেড়ে বিআরটিসি বাস (এসি) পদ্মা সেতু হয়ে রাজধানী ঢাকার গুলিস্তান পর্যন্ত চলাচল করবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT