জাতীয় ঐকমত্য আলোচনায় তড়িঘড়ি নয়: বিএনপি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
তারেক রহমান: জুলাই গণ অভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য নতুন বিভাগ হবে ২০২৬ হজের জন্য হজযাত্রীদের টিকাদান কার্যক্রম শুরু আলিফ হত্যা মামলা- চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল: উচ্চপর্যায় বৈঠকে অগ্রগতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চাইছে আইসিসি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সাত ভারতীয় সেনা আহত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী রুমিন ফারহানাকে তলব

জাতীয় ঐকমত্য আলোচনায় তড়িঘড়ি নয়: বিএনপি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৮০ বার দেখা হয়েছে

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে চলমান আলোচনা তড়িঘড়ি করে শেষ করতে চায় না বিএনপি। দলটির মতে, এ আলোচনা রাষ্ট্রীয় রিপাবলিক ও সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়, তাই সময় নিয়ে গভীরভাবে আলোচনা করাই যুক্তিসঙ্গত।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মত বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের প্রধান ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সূচনা বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, “এটা সংবিধান ও রাষ্ট্র কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ, তাই আলোচনায় তাড়াহুড়ো করতে চাই না। কমিশনে গৃহীত সিদ্ধান্তগুলো বৃহত্তর জাতীয় ঐক্য গঠনে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। সেজন্য আমরা বিস্তারিত রিপোর্টের ভিত্তিতে দফায় দফায় আলোচনা করছি।”

স্পীডশীট বিষয়ে কোনো আলোচনা হয়নি জানিয়ে সালাহউদ্দিন বলেন, “কমিশনের দেওয়া স্পীডশীট নিয়ে আমরা আলোচনা করিনি। বিষয়টি নিয়ে কিছু ধোঁয়াশা রয়েছে। ওনারা আগ্রহ দেখাননি, আমরাও তাই আলোচনা করিনি। আমরা আজই বিস্তারিত রিপোর্টের আলোকে আলোচনার একটি পর্যায় শেষ করতে চাই।”

বিচার বিভাগের স্বাধীনতায় বিএনপির বিশ্বাস পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “সুপ্রিম কোর্টের সচিবালয় গঠনের বিষয়ে আমরা ইতিবাচক। বিচার বিভাগের সব উদ্যোগ যেন সংবিধান ও আইনের আওতায় থাকে, সে বিষয়ে আমরা জোর দিচ্ছি।”

তিনি আরও জানান, তৃতীয় দিনের আলোচনায় বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশন নিয়ে আলাপ হয়েছে।

বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বৈঠকে সভাপতিত্ব করেন। এসময় কমিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, সফর রাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT