নোটিশ:
শিরোনামঃ
ইউরোপে নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয় সরাসরি ট্রেন চালুর দাবিতে সড়ক অবরোধ: লালমনিরহাটে আন্দোলন তীব্র উপদেষ্টাদের এপিএস-পিও’র দুর্নীতির খোঁজে মাঠে নেমেছে দুদক ইরানে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৪০, আহত ১২০০, নেপথ্যে ইসরায়েল জাবিতে হামলার ঘটনায় ২৫৯ ছাত্রলীগ কর্মী বহিষ্কার, ৯ শিক্ষক বরখাস্ত আন্ডারওয়ার্ল্ডের নতুন কৌশল: ‘মব’ সৃষ্টি করে শীর্ষ সন্ত্রাসীদের আধিপত্য আল-জাজিরাকে ড. মুহাম্মদ ইউনূস জানালেন, বাংলাদেশে ‘দ্বিতীয় ’স্বাধীনতার পর দেশ গঠনের দায়িত্বে আছেন আল-জাজিরায় ড. ইউনূস: শেখ হাসিনাকে থামাতে পারবেন না মোদি মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত ফ্রান্সে মসজিদে হামলা, নামাজরত মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যা

বিজেপি-সংযুক্ত ভারতীয় ব্যক্তির অস্ট্রেলিয়ায় ধর্ষণের দায়ে ৪০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৩৩ বার দেখা হয়েছে
'ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি'-এর প্রতিষ্ঠাতা ‘চরম শিকারমূলক’ ধর্ষণের দায়ে ৪০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত, ছবি: টিআরটি ওয়ার্ল্ড
'ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি'-এর প্রতিষ্ঠাতা ‘চরম শিকারমূলক’ ধর্ষণের দায়ে ৪০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত, ছবি: টিআরটি ওয়ার্ল্ড

তদন্ত অনুযায়ী, ধনকর কোরিয়ান-টু-ইংরেজি অনুবাদের ভুয়া চাকরির বিজ্ঞাপন দেখিয়ে নারীদের ফাঁদে ফেলতেন।

অস্ট্রেলিয়ার একটি আদালত ভারতীয় নাগরিক বালেশ ধনকরকে পাঁচ কোরিয়ান নারী ধর্ষণ এর দায়ে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে। তিনি ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর সাথে সংশ্লিষ্ট ছিলেন।

শনিবার আদালত তার কর্মকাণ্ডকে (কোরিয়ান নারী ধর্ষণ ) “পরিকল্পিত, প্রতারণামূলক এবং অত্যন্ত শিকারমূলক” বলে বর্ণনা করেছে, যা তার অপরাধের গুরুতরতা তুলে ধরে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ধনকর অস্ট্রেলিয়ায় বিজেপির সমর্থক গোষ্ঠী ওভারসিজ ফ্রেন্ডস অব বিজেপি”-এর প্রতিষ্ঠাতা ছিলেন। আদালত তাকে ৩৯টি অপরাধে দোষী সাব্যস্ত করেছে।

তার বিরুদ্ধে ১৩টি ধর্ষণের অভিযোগ, ৬টি অজ্ঞান করার জন্য মাদক প্রয়োগের অভিযোগ, ১৭টি অনুমতি ছাড়া অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণের অভিযোগ এবং ৩টি অশালীন আচরণের অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনা ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে, শুধুমাত্র অপরাধের প্রকৃতির কারণে নয়, বরং ধনকরের রাজনৈতিক সংযোগের জন্যও।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে যে ২০১৮ সালে গ্রেপ্তার হওয়ার আগে ধনকর ভারতীয়-অস্ট্রেলিয়ান সম্প্রদায়ে সুপরিচিত ছিলেন।

তিনি বিজেপির একটি শাখা সংগঠন প্রতিষ্ঠা করেন এবং “হিন্দু কাউন্সিল অফ অস্ট্রেলিয়া”-এর মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেন।

“ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি” ২০১৪ সালে সিডনিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংবর্ধনার আয়োজনেও ভূমিকা রেখেছিল।

সংগঠনটি জানিয়েছে, ধনকর ২০১৮ সালে গ্রেপ্তার হওয়ার পরই পদত্যাগ করেন।

তদন্তে দেখা গেছে, ধনকর কোরিয়ান-টু-ইংরেজি অনুবাদের ভুয়া চাকরির বিজ্ঞাপন দিয়ে নারীদের প্রতারণা করতেন।

পুলিশ পরবর্তীতে তার বাড়িতে ব্যাপক ভিডিও প্রমাণ, ডেট-রেপ ড্রাগ (অজ্ঞান করার ওষুধ) এবং একটি গোপন ক্যামেরা উদ্ধার করে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT